আফ্রিদিকে ‌৭১ স্মরণ করিয়ে দিলেন গম্ভীর!‍

খেলা ডেস্ক


মে ১৮, ২০২০
০৬:৩৬ পূর্বাহ্ন


আপডেট : মে ১৮, ২০২০
০৬:৩৬ পূর্বাহ্ন



আফ্রিদিকে ‌৭১ স্মরণ করিয়ে দিলেন গম্ভীর!‍

পাকিস্তানের নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ত্রাণ সহায়তা দিতে গিয়েছিলেন সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। সেখানে গরীব-দুঃখীদের সহায়তার ফাঁকে সংক্ষিপ্ত বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিয়ে বিতর্ক ছড়িয়ে দেন আফ্রিদি। পাকিস্তানের সাবেক এ ক্যাপ্টেন বলেন, ‘বিশ্ব আজ ভয়ানক রোগে আক্রান্ত। কিন্তু মোদির মনে রয়েছে এর চেয়ে বড় রোগ।’
আফ্রিদির সেই তীর্যক মন্তব্যের ভিডিও গণমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ব্যস, আফ্রিদিকে পেয়ে বসেন গৌতম গম্ভীর। পাকিস্তানি এ ক্রিকেটারের সঙ্গে ভারতের সাবেক ক্রিকেটার গম্ভীরের পুরনো শত্রুতা ফের মাথা চাড়া দিয়ে উঠে। আফ্রিদিকে পাল্টা কড়া জবাব দিতে ভুলেননি বিজেপি’র বর্তমান এমপি। গম্ভীর রাগ ঝাড়তে গিয়ে আফ্রিদিকে মনে করিয়ে দিয়েছেন ১৯৭১ সালে রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের গৌরবময় ইতিহাসের কথা।
এখানেই শেষ নয়। আফ্রিদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন ইমরান খান এবং পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়াকে জোকার বলতেও দ্বিধা করেননি গম্ভীর। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে গম্ভীর লিখেন, ‘১৬ বছরের বালক আফ্রিদি বলছে, ২০ কোটি জনগণের সমর্থিত ৭ লাখ সেনা রয়েছে পাকিস্তানের। তারপরও ৭০ বছর ধরে কাশ্মীর ভিক্ষা চেয়ে চলেছে। আফ্রিদি, ইমরান এবং বাজওয়ার মতো জোকাররা ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে পাকিস্তানি জনগণকে বোকা বানাতে পারে। কিন্তু শেষ বিচারের দিন পর্যন্ত তারা কাশ্মীর পাবে না। বাংলাদেশের কথা স্মরণ আছে?’

এআরআর/০৩