নিজস্ব প্রতিবেদক
মে ১৭, ২০২০
১১:১২ অপরাহ্ন
আপডেট : মে ১৮, ২০২০
০১:৪৪ পূর্বাহ্ন
রাত ১১টা। সড়ক অনেকটা নীরব। হঠাৎ করেই একটি ট্রাক এসে থামল। পাশের গলি থেকে একজন একজন করে ট্রাকটিতে উঠছেন কয়েকজন। ট্রাকের হেলপার সবাইকে চুপ থাকার নির্দেশনাও দিচ্ছেন। দেখেই বুঝা যাচ্ছিল লকডাউনে চুপিসারে তারা দূরে কোথাও যাচ্ছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। এলাকাবাসীর ফোনে পুলিশ ঘটনাস্থলে এসে সবাইকে ট্রাক থেকে নামিয়ে ফেরত পাঠায়।
ঘটনাটি ঘটেছে রবিবার (১৭ মে) রাতে নগরের মীরবক্সটুলা এলাকায়। এরা সবাই ছিলেন শ্রমিক। সিলেট থেকে তারা ঢাকার সাভারে যেতে চেয়েছিলেন। সড়কে যাতে সমস্যা না হয় সেজন্য দলীয় প্যাডে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ স্বাক্ষরিত একটি চিঠিও তাদের কাছে পাওয়া যায়। তবে মাসুকউদ্দিন আহমদ চিঠি দেওয়ার কথা স্বীকার করলেও এটি কোনো ছাড়পত্র ছিল না বলে মন্তব্য করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত ১১টায় নগরের মীরবক্সটুলা এলাকার বেস্টবাই দোকানের সামনে একটি ট্রাক এসে দাড়ায়। এসময় পাশের গলি থেকে একজন একজন করে ২০ জন শ্রমিক বের হয়ে ট্রাকে উঠেন। ট্রাকে উঠার সময় তাদের বার বার বলা হয় তারা যাতে মাথা নিচু করে বসে থাকে। এছাড়া সবাই উঠে গেলে ট্রাকটি ত্রিপল (তেরপাল) দিয়ে ঢেকে দেওয়ার নির্দেশ দিচ্ছিলেন ট্রাকের হেলাপার। এ ঘটনা প্রত্যক্ষ করে এলাকাবাসী পুলিশকে খবর দিলে দ্রুত সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। এসময় পুলিশ তাদের কাছে ঢাকায় যাওয়ার কোনো অনুমতি আছে কিনা জানতে চাইলে তারা সিলেট মহানগর আওয়ামী লীগের প্যাডে সভাপতি মাসুক উদ্দিন আহমদ স্বাক্ষরিত একটি পত্র দেখান। কিন্তু পুলিশ তাতে বাধ সাধে। এ ধরণের পত্রে কাউকে ঢাকায় যাওয়ার সুযোগ দেওয়ার বিধান নেই বলে পুলিশ জানায়। পরে তাদের সবাইকে ট্রাক থেকে নামিয়ে নিজ নিজ বাসায় ফেরত পাঠায় পুলিশ। তবে ওই চিঠিতে কি লিখা ছিল তা জানা না গেলেও এরা সবাই শ্রমিক এবং ঢাকার সাভারে যেতে চায়- এসব কথা চিঠিতে উল্লেখ ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, ‘নগরের মীরবক্সটুলা থেকে ট্রাকে করে কিছু শ্রমিক ঢাকায় যাওয়ার সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদের ট্রাক থেকে নামিয়ে দেয় এবং তাদের যেতে দেওয়া হয়নি।’
আর মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ সিলেট মিররকে বলেন, ‘আমার স্বাক্ষরে যাওয়ার তো কোনো আইন নেই। এই শ্রমিকরা আমার পাশের বাসায় কাজ করতো তাদের আমি চিনি, তারা ভাল লোক এই বলে আমি একটা স্বাক্ষর দিয়েছি। পরবর্তীতে পুলিশ তাদের ট্রাক থেকে নামিয়ে দেয় তারা আবার নিজ বাসায় ফেরত যায়।’
খবর সংশ্লিষ্ট ভিডিওটি দেখুন এখানে।
এনিইচ/বিএ-০২