নিজস্ব প্রতিবেদক
মে ১৮, ২০২০
০১:৩১ অপরাহ্ন
আপডেট : মে ১৮, ২০২০
০২:১৭ অপরাহ্ন
সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১০ টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, ওই ব্যক্তির বয়স ৬৫। তার বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে। তিনি তেললি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। এছাড়া তিনি সোবহানীঘাট নোয়াব আলী মার্কেটে ব্যবসা করতেন।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাহতাব উদ্দিন রবিবার দিনগত রাত সাড়ে ৩ টায় সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই ব্যক্তি রবিবার (১৭ মে) রাত ৯ টায় হাসপাতালের ভর্তি হয়েছিলেন এবং সাড়ে ১০ টায় মারা যান।
তিনি জানান, রবিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। মারা যাওয়া ব্যক্তির মরদেহ এখনও হাসপাতালে আছে বলেও জানান তিনি।
এনসি/বিএ-০৪