সিলেটে একদিনে ২১ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪২১

নিজস্ব প্রতিবেদক


মে ১৮, ২০২০
১০:৩৮ পূর্বাহ্ন


আপডেট : মে ১৮, ২০২০
১০:৪৯ পূর্বাহ্ন



সিলেটে একদিনে ২১ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪২১

সিলেট বিভাগে গতকাল রবিবার (১৭ মে) ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ১৩ জন, সুনামগঞ্জের ৬ জন ও হবিগঞ্জের ২ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৪২১ এ দাঁড়ালো।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুলতানা রাজিয়া জানান, গতকাল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এছাড়া ঢাকার ল্যাবে হবিগঞ্জ ও সুনামগঞ্জের আরও ৮ জনের করোনা শনাক্ত হয়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে জানান, হাসপাতালের ল্যাবে গতকাল ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। 

করোনা শনাক্ত হওয়াদের মধ্যে ৮ জন সিলেট সদর উপজেলার (সিটি করপোরেশনসহ)। বিশ্বনাথের ৪ জন ও ফেঞ্চুগঞ্জের ১ জন  বলে জানিয়েছেন তিনি।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল রবিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১০টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বিএনপি নেতার (৬৫) মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাহতাব উদ্দিন। মৃত ব্যক্তি তেললি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি নগরের সোবহানীঘাটের নোয়াব আলী মার্কেটে ব্যবসা করতেন। তার বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে।

এনসি/এনপি-০৮