সিলেট মিরর ডেস্ক
মে ১৯, ২০২০
০১:১৩ পূর্বাহ্ন
আপডেট : মে ১৯, ২০২০
০১:১৪ পূর্বাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া বিএনপি নেতার দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার (১৮ মে) বেলা ১টায় সিলেট নগরের মানিকপীর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, মানিকপীর টিলার মসজিদ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি অনুযায়ী তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে পরিবারের সদস্যসহ প্রায় ২০ জন অংশ নেন।
এর আগে রবিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১০ টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই বিএনপি নেতা (৬৫)। তার বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে। তিনি তেললি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি সিলেট নগরের সোবহানীঘাটের নোয়াব আলী মার্কেটে ব্যবসা করতেন। রবিবার (১৭ মে) রাত ৯টায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
এনসি/এনপি-১৪