শাবিতে পিসিআর ল্যাব উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক


মে ১৮, ২০২০
০১:৩৩ অপরাহ্ন


আপডেট : মে ১৮, ২০২০
০১:৩৬ অপরাহ্ন



শাবিতে পিসিআর ল্যাব উদ্বোধন

করোনাভাইরাস পরীক্ষার জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ই’ ভবনে পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৮ মে) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ল্যাবটি উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ল্যাব উদ্বোধনকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ এবং সিলেটের স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামীকাল মঙ্গলবার থেকে এই ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ (জিইবি) ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের (বিএমবি) ২২/২৩ জনের একটি দল ল্যাবটি পরিচালনা করবে। পরীক্ষা শুরুর লক্ষ্যে ইতোমধ্যে ল্যাবের প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণও প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল শাহজালাল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে করোনা শনাক্ত করার জন্য পিসিআর ল্যাব চালুর অনুমোদন দেওয়া হয়। শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি তিনটি বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে।

গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত এক চিকিৎসককে শনাক্ত করা হয়। এরপর গত ৭ এপ্রিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয়। কিন্তু একমাত্র ল্যাবে নমুনা পরীক্ষা করায় হাসপাতালটিতে নমুনার জট লাগে। তাই মাঝে মাঝে পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠাতে হয়। শাবিতে নমুনা পরীক্ষা শুরু হলে পরীক্ষার জন্য আর নমুনার জট লাগবে না বলে আশা করা হচ্ছে। 

এনপি-১৫