জাফলংয়ে শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি


মে ১৮, ২০২০
০১:৫৪ অপরাহ্ন


আপডেট : মে ১৮, ২০২০
০১:৫৬ অপরাহ্ন



জাফলংয়ে শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে ২৫০ জন অসহায় শিক্ষার্থীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১৮ মে) বেলা ১১টায় গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় মাঠে সামর্থবানদের সহযোগিতায় ও মানবিক সহায়তা (কোভিড ১৯) কর্মসূচি’র মাধ্যমে ৩য় ধাপে অসহায় ও দরিদ্র শিক্ষার্থী বাছাই করে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসমূহ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমন, সহ-সভাপতি আব্দুল মান্নান, পিটিএ কমিটির সহ-সভাপতি ইসমাইল হোসেন সবুজ, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সভাপতি রুবেল আহমদ, প্রধান শিক্ষক সোহেল আহমদ, জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহ আলম, ইউসুফ আহমেদ, মস্তফা মিয়া, লিটন মিয়া, তাসলিমা বেগম, নাছিমা বেগমসহ গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যগণ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এ সময় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুস সাকিব বলেন, বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর পরিবারের প্রধানরা মূলত শ্রমিক। চলতি বছরের মার্চ মাসে করোনা ভাইরাস সংক্রমণ রোধ করতে সিলেটের অনেক কর্মস্থল বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকেই সিলেটের গোয়াইনঘাট উপজেলার শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ে।

দেশের চলমান পরিস্থিতি মোকাবেলায় গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে আজ যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে তা প্রশংসার দাবি রাখে। তাদের এ মহতি উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।

দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপজেলার অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সবসময় প্রস্তুত রয়েছে বলেও জানান ইউএনও মো. নাজমুস সাকিব।

এমএম-০১/এনপি-১৭