নিজস্ব প্রতিবেদক
মে ১৯, ২০২০
০২:৪৬ পূর্বাহ্ন
আপডেট : মে ১৯, ২০২০
০২:৪৬ পূর্বাহ্ন
সিলেট নগরের উপশহর এলাকায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শাহপরান থানা পুলিশ।
রবিবার (১৭ মে) বিকেলে শাহজালাল উপশহর জি-ব্লকের ৫ নাম্বার রোডের একটি বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, নিহতের নাম চৌধুরী মালিহা নওশিন (২৬)। তিনি আমেরিকা প্রবাসী আদনান চৌধুরীর স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গেছে পারিবারিক কলহের জের ধরে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। তবে রিপোর্ট আসলে বোঝা যাবে আত্মহত্যা কি না।
এনএইচ/বিএ-০৬