গোয়াইনঘাট প্রতিনিধি
মে ১৮, ২০২০
০৪:০৫ অপরাহ্ন
আপডেট : মে ১৮, ২০২০
০৪:০৫ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে পাহাড় কেটে পাথর উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা কেরেছে টাস্কফোর্স। আজ সোমবার (১৮ মে) দুপুর ১টার দিকে জাফলংয়ের জুমপাড় ও বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ অভিযান চলে।
অভিযান চলাকালে জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় পাহাড় ধ্বংস করে পাথর উত্তোলনের দায়ে ইবু মিয়া নামের এক ব্যক্তিকে একলাখ টাকা জরিমানা প্রদান করা হয়। একইসঙ্গে একটি গর্ত থেকে পাথর জব্দ করে তা ৩০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব।
এ সময় গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর রমজান আলীসহ পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।
এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাটের ইউএনও মো. নাজমুস সাকিব জানান, জাফলংয়ে টিলা কেটে পাথর উত্তোলন করা হচ্ছে এমন সংবাদ পেয়ে জাফলংয়ের জুমপাড় ও বিজিবি ক্যাম্প এলাকায় তৎক্ষনাত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি গর্ত থেকে পাথর জব্দ করে তা নিলামে বিক্রি করা হয়েছে। পাথর উত্তোলনের সঙ্গে জড়িত বাকি অপরাধীদেরও আইনের আওতায় আনা হবে।
এমএম/বিএ-১২