খাদ্যসামগ্রী দিল বালাগঞ্জ-ওসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্ট

ওসমানীনগর প্রতিনিধি


মে ১৯, ২০২০
০৬:৪৬ পূর্বাহ্ন


আপডেট : মে ১৯, ২০২০
০৬:৪৬ পূর্বাহ্ন



খাদ্যসামগ্রী দিল বালাগঞ্জ-ওসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্ট

সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্যস্থ ‘বালাগঞ্জ-ওসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে তিন শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার তাজপুরে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়।

সংগঠনের ট্রাস্টি উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার, জেলা আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী জগলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আবদাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান রব্বানী, তাজ মোহাম্মদ ফখর উদ্দিন, আবদুর রব, এম জি রাসুল খালেক, আবদুল মতিন গেদাই  ও ট্রাস্টি মধু মিয়া।

সংগঠনটির পক্ষ থেকে আজ সোমবার ওসমানীনগরের ৮টি ইউনিয়নে ৩৭৫টি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, ভোজ্য তেল, চিনি, সাবান, ময়দা, সুজি, সেমাই, লবন ও পেঁয়াজ বিতরণ করা হয়। 

 

ইউডি/আরআর-১