গোলাপগঞ্জ প্রতিনিধি
মে ১৮, ২০২০
০৬:৫৩ অপরাহ্ন
আপডেট : মে ১৮, ২০২০
০৬:৫৩ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ট্রাফিক পুলিশের অভিযানে ২৫টি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়েছে। এ সময় নিয়ম ভঙ্গ করে অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য ১০টি সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ সোমবার (১৮ মে) দুপুরে উপজেলা সদরে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ মডেল থানার ট্রাফিক ইন্সপেক্টর মো. দেলওয়ার হোসেন।
জানা যায়, অভিযান চলাকালে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অন টেস্ট ২৫টি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়েছে। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউন পরিস্থিতিতে সরকার নির্দেশিত নিয়ম অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় ১০টি সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে মামলা করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ট্রাফিক ইন্সপেক্টর মো. দেলওয়ার হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এফএম/আরআর-২