নিজস্ব প্রতিবেদক
মে ১৮, ২০২০
০৭:৪৭ অপরাহ্ন
আপডেট : মে ১৮, ২০২০
০৮:০৩ অপরাহ্ন
সিলেট নগরে আলোচিত ‘পাঠাকান্ড’ এর ঘটনায় জামিন পেয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রণজিত সরকার। গ্রেপ্তার দুই আসামীর সঙ্গে মামলার বাকি আসামীরাও জামিন পেয়েছেন।
আজ সোমবার (১৮ মে) চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ভার্চুয়াল জামিন চাইলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। আলোচিত ঘটনায় জামিন পাওয়ার ঘটনাও তাই হয়েছে আলোচিত।
এই বিষয়ে সিলেটের একাধিক আইনজীবির সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে ভার্চুয়াল কোর্ট কার্যক্রম চালু রয়েছে। তবে সব কোর্টে ভার্চুয়াল কার্যক্রম চালাতে পারে না। আর ভার্চুয়াল কোর্টে কেবল হাজতী আসামীদের জামিনের জন্য। পুলিশের গ্রেপ্তারের পর জামিনের জন্য যেতে হয় আমলী আদালতে (কগনিজেবল কোর্ট)। সেখানে পুলিশের মামলায় গ্রেপ্তার দেখানোরাই জামিন আবেদন করতে পারেন।
গ্রেপ্তার দুই আসামী ছাড়া বাকিদের জামিন পাওয়ার ঘটনা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা।
এই বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ সিলেট মিররকে বলেন, বর্তমানে আদালতে ভার্চুয়াল কোর্ট কার্যক্রম চালু রয়েছে। কয়েকটি আদালতে ভার্চুয়াল কোর্টের সকল কার্যক্রম স্বাভাবিক কোর্টের মতোই। শুধুমাত্র শুনানী এবং পেপার সাবমিশন অনলাইনে করতে হয়। অনলাইন হলেও স্বাভাবিক কোর্টের মতোই, তাই এখানে জামিন চাওয়ার সুযোগ আছে।
তিনি আরও বলেন, আসমীরা নির্দিষ্ট থানায় আত্মসমর্পণ করে কোর্টে জামিনের জন্য আবেদন করবে। আদালত জামিন মঞ্জুর করলে আসামী জামিন পাবেন। জামিন না পেলে তাকে কারাগারে পাঠানো হবে। স্বাভাবিক কোর্টের মতোই। এই বিষয়ে আইন সম্পর্কে অনেকেই জানে না বলে বিভ্রান্তি ছড়াচ্ছে।
উল্লেখ্য, গত ১২ মে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক রণজিত সরকারসহ ১০ জনের নামোল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।
আরসি/বিএ-১৭