নিজস্ব প্রতিবেদক
মে ১৮, ২০২০
০৭:৫০ অপরাহ্ন
আপডেট : মে ১৯, ২০২০
১০:৩০ পূর্বাহ্ন
সিলেট বিভাগে আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
আজ সোমবার (১৮ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালের ল্যাবে আজ সোমবার ৯৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ১১ জন সিলেট জেলার। অন্য একজনের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জে। তবে তার নমুনা সিলেটে সংগ্রহ করা হয়েছে।
জানা গেছে, আক্রান্তদের মধ্যে ৭ জন সিলেট সদর উপজেলার (সিটি করপোরেশনসহ), চারজন বিশ্বনাথ উপজেলার ও একজন হবিগঞ্জের নবীগঞ্জের।
এনিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩৩ জন।
এনসি/বিএ-১৮