নিজস্ব প্রতিবেদক
মে ১৮, ২০২০
০৮:৪৩ অপরাহ্ন
আপডেট : মে ১৮, ২০২০
০৮:৪৭ অপরাহ্ন
সিলেট এম সি কলেজের বাংলা বিভাগের স্বনামধন্য অধ্যাপক মনোহর আলী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন সিলেট এমসি কলেজে বাংলা বিভাগে শিক্ষকতা করেছেন।
আজ সোমবার (১৮ মে) ঢাকাস্থ বাসায় তিনি মারা যান। মঙ্গলবার ভোরে ফজরের নামাজ শেষে চাঁদপুরে গ্রামের বাড়িতে তাঁর দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
সিলেট এম সি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতিও গভীর সমবেদনা জানান।
অধ্যাপক মনোহর আলী সত্তরের দশকে এমসি ইন্টারমিডিয়েট কলেজে যোগদান করেন। আশির দশকের শেষের দিকে বর্তমান এম সি কলেজে বাংলা বিভাগে যোগদান করেন। ২০০০ সালে এমসি কলেজ থেকে অধ্যাপক পদে পদোন্নতি পান। তিনি লক্ষীপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে সিলেটে তিনি কয়েক প্রজন্মের শিক্ষক ছিলেন। বাংলা সাহিত্যের জনপ্রিয় এই শিক্ষকের মৃত্যুতে তাঁর প্রাক্তন ছাত্র ছাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি ১৯৪৭ সালের ১৩ নভেম্বর চাঁদপুরের তেতৈয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন থেকে ক্যান্সারে আক্রান্ত ছিলেন অধ্যাপক মনোহর আলী।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ১৯৬৮ বর্ষে বি এ অনার্স এবং ১৯৬৯ বর্ষে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক মনোহর আলী মনোমুগ্ধকর ভাবে পাঠদান করতেন। তাঁর পাঠদান পদ্ধতি, বিষয়ভিত্তিক ভাব-ভঙ্গি, উপলব্ধির সঙ্গে ছিলো পাঠপ্রতিক্রিয়ার এক গভীর সংযোগ।
বিএ-১৯