বিশ্বনাথে আরও তিন পুলিশ সদস্য ও এক স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক


মে ১৮, ২০২০
০৯:৩৫ অপরাহ্ন


আপডেট : মে ১৮, ২০২০
০৯:৩৯ অপরাহ্ন



বিশ্বনাথে আরও তিন পুলিশ সদস্য ও এক স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের আরও তিনজন পুলিশ সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

পুুলিশ সদস্যদের আক্রান্ত হওয়ার বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী।

তিনি বলেন, পজিটিভ রিপোর্ট আসা চারজনই বিশ্বনাথ থানার কন্সটেবল। তারা কোয়ারেন্টিনে ছিলেন। রিপোর্ট পাওয়ার পরপরই তাদের সিলেট নগরের পুলিশ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফার্মাসিস্টের করোনা আক্রান্ত গওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. আব্দুর রহমান।

তিনি বলেন, আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মী গত শনিবার (১৬ মে) যোগদানের সময় শরীরের নমুনা দেওয়ার পর থেকে তিনি কোয়ারেন্টিনে আছেন।

তিনি আরও জানান, গত ১৬ মে বিশ্বনাথ উপজেলা থেকে ৬১ জনের শরীরের নমুনা পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানে হয়, তাদের মধ্যে আজ সোমবার (১৮ মে) রাতে এ চারজনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। 

এই নিয়ে বিশ্বনাথ উপজেলায় মোট ১৮ জন করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে ১৩ জনই পুলিশ সদস্য।

বিএ-২১