জকিগঞ্জ প্রতিনিধি
মে ১৯, ২০২০
০৯:৫৮ অপরাহ্ন
আপডেট : মে ১৯, ২০২০
০৯:৫৮ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জের পাঠানচক যুব কল্যাণ সংস্থা'র উদ্যোগে অসহায় লোকজনের মধ্যে ঈদসামগ্রী ও কাপড় বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টার দিকে সংস্থার প্রতিষ্ঠাতা জেলা যুবলীগের সাবেক সদস্য ব্রিটেন প্রবাসী ছয়েফ উদ্দিন খাঁনের সার্বিক তত্ত্বাবধানে পাঠানচক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এসব বিতরণ করা হয়।
সুলতানপুর ইউনিয়ন পরিষদের সদস্য শামিম আহমদের সভাপতিত্বে ও ক্লাব সদস্য জোবের আহমদের পরিচালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সাংবাদিক এনামুল হক মুন্না। এছাড়া বক্তব্য দেন, সংস্থার সভাপতি মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী বাচ্চু খাঁন, ইউপি যুবলীগ নেতা ফয়ছল আহমদ খাঁন, আলী আকবর খাঁন, সেলিম আহমদ খাঁন প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা অসহায় দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী ও দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদের কাপড় বিতরণ করেন।
ওএফ/আরআর-১৫