ষড়যন্ত্র মোকাবেলায় সর্বজনীন ঐক্যের বিকল্প নেই : মুশফিকুল ফজল আনসারী

নিজস্ব প্রতিবেদক


মে ২৪, ২০২৫
১০:১৭ অপরাহ্ন


আপডেট : মে ২৪, ২০২৫
১০:১৭ অপরাহ্ন



ষড়যন্ত্র মোকাবেলায় সর্বজনীন ঐক্যের বিকল্প নেই : মুশফিকুল ফজল আনসারী


সব ষড়যন্ত্র মোকাবেলায় সর্বজনীন ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেছেন, ‘ গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ যে অধিকার ফিরে পেয়েছে, তার ওপর দাঁড়িয়ে বাংলাদেশ সঠিক গন্তব্যে এগিয়ে যাবে।।’

আজ শনিবার (২৪ মে) বিকেলে ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ সুযোগ নেওয়ার চেষ্টা করছে জানিয়ে মুশফিকুল ফজল আনসারী বলেন, ‘তারা ভাবছে ঝোপ বুঝে কোপ দেবে। কিন্তু বর্তমান বাংলাদেশে তা হবে না।’

আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অনিয়মের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা ১৩৫ কোটি টাকা দিয়ে শুধু একটি বাড়ি কিনেছেন। দেশের মানুষের টাকা মেরে অবৈধ টাকায় কেনা তার ওই বাড়িতে জব্দ করেছে যুক্তরাজ্য সরকার।’

আনসারী বলেন, ‘শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের নেতারা দেশের মানুষের হক মেরে দুর্নীতি ও সম্পদের পাহাড় করেছে।’

চব্বিশের গণ-অভ্যুত্থানে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জানিয়ে মুশফিকুল ফজল আনসারী বলেন, ‘দেশে যখন শেখ হাসিনা সরকার হত্যাযজ্ঞ চালাচ্ছিল, প্রবাসীরা তখন বিভিন্ন দেশের দূতাবাসের সামনে ও প্রবাসের মাটিতে আন্দোলন-সংগ্রাম করেছেন।

যেসব দেশের রাজনীতি নিষিদ্ধ বিশেষ করে আরব আমিরাতসহ সেসব দেশেও প্রবাসীরা তাদের নিজেদের চিন্তা বাদ দিয়ে শেখ হাসিনার হত্যাকাণ্ডের দাবিতে রাজপথে নেমে জেল জুলুমের শিকার হয়েছেন। বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন প্রবাসীরা।

প্রবাসী বা প্রবাসীদের পরিবারকে সরকারের পক্ষ থেকে কিছু দেওয়া হলে এটি করুণা নয় এটি সরকারের দায়িত্ব।’ 

তিনি আরো বলেন, ‘আজকে যেসব নিহত প্রবাসীদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে ও প্রবাসীদের সন্তানদেরকে মেধাবৃত্তি দেওয়া হচ্ছে এটি সরকারের কর্তব্য। আহত, নিহত ও ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে সব সময় সরকার থাকবে প্রবাসীরা ভালো থাকলেই দেশ ভালো থাকবে।’

এই অনুষ্ঠানে প্রবাসীদের মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী ভাতা এবং প্রবাসে মৃতের পরিবারকে আর্থিক অনুদান, বীমা সুবিধা ও মৃত্যুজনিত ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।

ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া, সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।


এএফ/০১