বাংলা টাইগার্সের কোচ হলেন ল্যান্স ক্লুজনার

খেলা ডেস্ক


মে ২০, ২০২০
০৭:২৮ পূর্বাহ্ন


আপডেট : মে ২০, ২০২০
০৭:২৮ পূর্বাহ্ন



বাংলা টাইগার্সের কোচ হলেন ল্যান্স ক্লুজনার

আবুধাবিতে টি-টেন লিগে বাংলা টাইগার ক্রিকেট দলের কোচের দায়িত্ব িুনলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ল্যান্স ক্লুজনার। টিম ডিরেক্টর হিসেবে ক্লুজনারের সঙ্গে চুক্তি করেছে বাংলা টাইগার কর্তৃপক্ষ। ১৯-২৮ নভেম্বর আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টেন ক্রিকেট লিগ।
এক বিবৃতিতে বাংলা টাইগারের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন চৌধুরী বলেন, টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে অংশ নিতে চাইছে বাংলা টাইগার। এ জন্যই ল্যান্স ক্লুজনারকে আনা হয়েছে। আবুধাবি টি-টেন ক্রিকেট লিগে গত বছর প্রথম অংশ নেয় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি দল বাংলা টাইগার্স। গত টুর্নামেন্টে তৃতীয় স্থানে শেষ করেছিল দলটি। এবার কাপ জয়ের লক্ষ্যে নামবে বাংলা টাইগার্স।
সীমিত ওভারের ক্রিকেটে দাপটের সঙ্গে খেলেছেন প্রোটিয়া ক্রিকেটার ক্লুজনার। ১৭১টি আন্তর্জাতিক ম্যাচে ৩৫৭৬ রান এবং ১৯২টি উইকেট রয়েছে তার ঝুলিতে। এছাড়াও ৪৯টি টেস্টে হাজারের উপর রান এবং ৮০টি উইকেট নিয়েছেন তিনি। বর্তমানে আফগানিস্তান ক্রিকেট দলের হেড কোচ হিসেবে নিযুক্ত ৪৮ বছরের প্রাক্তন ক্রিকেটার। ২০০০ সালে উইজডন ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছিলেন ক্লুজনার।

এআরআর/০২