যমজ ভাইয়ের গল্প বললেন উইলিয়ামসন

খেলা ডেস্ক


মে ২২, ২০২০
০৮:১১ পূর্বাহ্ন


আপডেট : মে ২২, ২০২০
০৮:১১ পূর্বাহ্ন



যমজ ভাইয়ের গল্প বললেন উইলিয়ামসন
বাংলাদেশকে নিয়ে উদ্বেগ প্রকাশ

লোগান উইলিয়ামসন, নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের যমজ ভাই। কেনের থেকে মাত্র কয়েক মিনিটের ছোট লোগান। তামিম ইকবালের লাইভ শো'তে বৃহস্পতিবার (২১ মে) কেন শোনালেন সেই ভাইয়ের গল্প। বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ক্রিকেটের তিন ফরম্যাট জুড়েই দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। টেস্টে ৪র্থ, ওয়ানডে'তে ৭ম এবং টি-টোয়েন্টি'তে ১৬তম স্থানে অবস্থান আইসিসি'র র‍্যাংকিংয়ে। তবে তার যমজ ভাই লোগান উইলিয়ামসন তার পথ বেছে নেননি। যদিও ক্রিকেট খেলেন লোগানও।
তামিম ইকবাল লাইভে আড্ডার এক পর্যায়ে কেন উইলিয়ামসনকে জিজ্ঞাসা করেন, 'অনেকে হয়তো জানে ন তোমার একটি যমজ ভাইও আছে। তো সে কি করে? ও কি তোমার মতো ক্রিকেট খেলে?'
যমজ ভাইয়ের কথা জানিয়ে কেন বলেন, 'না আসলে ও আমার মতো ক্রিকেট খেলে না। তবে আমরা এক সঙ্গে থাকলে প্রায়ই ক্রিকেট খেলি। ও একজন হিসাব রক্ষক হিসেবে কাজ করছে। ও বিশ্ববিদ্যালয়ে গেছে, পড়াশোনা করেছে এছাড়াও আরও অনেক কিছু করেছে। ও ক্রিকেট খেলতো কিন্তু পেশা হিসেবে নেয়নি। আমরা এক সঙ্গে বড় হয়ে ওঠার সময় ক্রিকেট খেলেছি।'
আড্ডায় বাংলাদেশের করোনা পরিস্থিতি ও আম্পানের খোঁজ নিলেন উইলিয়ামসন। দুই বিপর্যয়ের জন্য বাংলাদেশকে নিয়ে উদ্বেগ জানিয়েছেন নিউজিল্যান্ডের বর্তমান সময়ের শীর্ষ ক্রিকেটার। উইলিয়ামসন বলেন, ‘আশা করি করোনা থেকে নিজেদের এড়াতে পারছেন বাংলাদেশের মানুষ। সাইক্লোন আঘাত হানার কথাও শুনলাম। আশা করি সবাই সুস্থ থাকতে পারবে ও ইতিবাচক থাকবে।’
বাংলাদেশের করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তামিম ইকবাল জানান, বাংলাদেশে দিন এনে দিন খাওয়ার মানুষ অনেক বেশি। ফলে দীর্ঘদিন লকডাউন থাকলে অন্য সমস্যা বেড়ে যেতে পারে। সেই কারণেই সরকার ধীরে ধীরে লকডাউন খুলে দিচ্ছে। তা না হলে করোনার চেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে খিদে।
তামিম ইকবালের এক প্রশ্নের জবাবে কিউই অধিনায়ক বলেন সময় বের করতে পারলে অবশ্যই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে চাই। উইলিয়ামসন বলেন, 'আমি খুবই আগ্রহী। সময় বের করতে পারলে অবশ্যই চাই বিপিএল খেলতে। এখানে দারুণ প্রতিযোগিতা হয়। অনেক ভালো কিছু বিষয় আছে এই টুর্নামেন্টের। দেখা যাক কী হয়।'

এএন/০৪