সবাইকে ঘরে থাকার আহ্বান টাইগারদের

খেলা ডেস্ক


মে ২৫, ২০২০
০৭:৪১ অপরাহ্ন


আপডেট : মে ২৫, ২০২০
০৭:৪১ অপরাহ্ন



সবাইকে ঘরে থাকার আহ্বান টাইগারদের

বিশ্বব্যাপি মহামারি করোনাভাইরাসের কারণে জনজীবন বিপর্যস্ত। তাই ঈদুল ফিতর উদযাপনে নেই আগের মতো সেই আমেজ। অনেকেই ঘরে নামাজ পড়ছেন। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও ব্যতিক্রম নন। তবে ঈদের খুশির মাঝেও সবাই সচেতন করেছেন টাইগাররা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে নিরাপদে থেকে ঈদ পালন করার আহ্বান জানালেন তারা।
মুশফিকুর রহিম তার ফেসবুকে লিখেছেন, 'সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আমরা অনেক সময় বন্ধুদের সাথে বেশি সময় ব্যয় করি এবং পরিবারকে ভুলে যাই। যেহেতু আমরা সবাই বাড়িতে আছি, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন এবং পরিবারের সাথে ভাল সময় কাটান এই কামনা করছি। ঈদ মোবারক।'
ঘরেই ঈদ উদযাপনের কথা বলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ এ তারকা তার ফেসবুকে লিখেছেন, 'করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে এবারের ঈদটা উদযাপন করি বাড়িতে বসে, যাতে করে পরবর্তী ঈদটা সকলে মিলে উদযাপন করতে পারি দারুণ আনন্দে।'
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ওপেনার লিটন দাসও, 'ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার প্রাণে। এই কঠিন সময়ে সবাই নিরাপদে থাকুন, ভাল থাকুন।নিজে সচেতন হোন, অন্যকে সচেতন হতে বলুন।'
বড় ও ছোট ভাইয়ের সঙ্গে একই রঙের ছবি পোস্ট করে বাংলাদেশ দলের অলরাউন্ডার সাইফউদ্দিন লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আমার সকল প্রিয় সমর্থক ও বন্ধুবান্ধবরা নিরাপদে থেকে আনন্দ উৎসব করুক সেই কামনা করছি। বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেনও সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। পরিবার-সন্তানের সঙ্গে পোস্ট করে লিখেছেন, ‘বিশ্বজুড়ে এক অস্থির সময় চলছে, এক ভাইরাসের সঙ্গে সৃষ্টির সেরা জীবের লড়াই! এই যুদ্ধে জয়ী হতে হলে আমাদের ঘরে থেকেই যুদ্ধ চালিয়ে যেতে হবে। নিজেকে ভাল রাখতে হবে, পরিবারকে ভালো রাখতে হবে এবং আমাদের দেশকে ভালো রাখতে হবে। তাই আসুন আমরা পরিবারের সাথে আমাদের প্রিয় উৎসব ঈদ উদযাপন করি। সবাইকে ঈদ মোবারক।'
সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান অল্প কথায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, 'ঈদ মোবারক। বাসায় থাকুন। নিরাপদ থাকুন।'

এএন/০২