আমফান বিধ্বস্ত কলকাতায় গাছ লাগাবে কেকেআর

খেলা ডেস্ক


জুন ০১, ২০২০
০৫:০৭ অপরাহ্ন


আপডেট : জুন ০১, ২০২০
০৫:০৭ অপরাহ্ন



আমফান বিধ্বস্ত কলকাতায় গাছ লাগাবে কেকেআর

আমফান বিধ্বস্ত বাংলার দিকে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে শাহরুখ খান–জুহি চাওলার দল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দেওয়ার অঙ্গীকার করেছে।
কেকেআরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে সে কথা জানানো হলেও টাকার অঙ্কটা প্রকাশ করা হয়নি। পাশাপাশি কলকাতা জুড়ে ৫ হাজার গাছ লাগানোর প্রকল্প নিয়েছে কেকেআর। আমফানের তাণ্ডবে কলকাতায় প্রচুর গাছ উপড়ে গিয়েছে। যা পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই কেকেআর শহরজুড়ে ৫ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে।
পাশাপাশি ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলোয় ‘সহায়তা বাহন’ নামক একটি গাড়ি পাঠাবে কেকেআর। সেই গাড়িতে করে দুঃস্থ, বিপর্যস্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। কেকেআর তাদের এই উদ্যোগে পাশে পেয়েছে মীর ফাউন্ডেশনকে। কেকেআরের প্রধান নির্বাহী কর্মকর্তা বেঙ্কি মাইসোর বলেছেন, ‘পশ্চিমবঙ্গ আমাদের কাছে খুব স্পেশ্যাল। কলকাতা ও গোটা বাংলার লোক আমাদের যেভাবে সমর্থন করেন, তাঁদের পাশে দাঁড়ানোর সামান্য প্রয়াস আমাদের।’
এএন/০৩