পরিচ্ছন্ন কর্মীকে মেরে দুঃখ প্রকাশ সাব্বিরের

খেলা ডেস্ক


জুন ০২, ২০২০
০৫:০৪ অপরাহ্ন


আপডেট : জুন ০২, ২০২০
০৫:০৪ অপরাহ্ন



পরিচ্ছন্ন কর্মীকে মেরে দুঃখ প্রকাশ সাব্বিরের

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পরিচ্ছন্নতা কর্মীকে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ক্রিকেটার সাব্বির রহমান। রবিবার (৩১ মে) দিবাগত রাতে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে সাব্বির রহমান দুঃখ প্রকাশ করেন।
সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নিযাম উল আযীম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘তুচ্ছ ঘটনা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। হয়তো দু’জনেরই দোষ ছিল। তবুও সাব্বির নিজে আমার কাছে এসে দুঃখ প্রকাশ করেছেন। বাদশাও দুঃখ প্রকাশ করেছেন। এরপর আর এ বিষয়ে কোনো কথা থাকে না। সাব্বির শুধু রাজশাহীর নয়, দেশের সম্পদ। এটা নিয়ে কথা বাড়িয়ে তার ক্ষতি করা মোটেও কাম্য নয়।’
তবে দুঃখ প্রকাশ নিয়ে সাব্বির রহমানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মারধরের শিকার পরিচ্ছন্নতা কর্মী বাদশা মিয়া বলেন, ‘ যেভাবে চোখ রাঙিয়ে ছুটে এসে সাব্বির আমার বুকে আঘাত করেছিল, তাতে খুব ব্যথা পাইছি। তবে মনের ব্যথাটা বড় ব্যথা। আমি সাব্বিরের বাবার বয়সী। ছেলের বয়সী কেউ গালি দিয়ে আঘাত করলে কষ্টটা বেশি লাগে।’
তবে বিষয়টি চেপে যেতে চান বাদশা মিয়া। তিনি বলেন ‘যা হওয়ার হয়ে গেছে, এনিয়ে আর কথা বলতে চাই না। কাউন্সিলর সাহেব সব মিটমাট করে দিয়েছেন। ওপর থেকেও স্যাররা বিষয়টি নিয়ে কারও সাথে কথা বলতে নিষেধ করেছেন।’
‘বিডিক্রিকটাইম’ ফেসবুক পেজে লাইভে যুক্ত হয়ে কথা বলেন সাব্বির। ক্রিকেট তার ভালোবাসা, সেই ক্রিকেটের কসম দিয়েও মারধর করার কথা অস্বীকার করেন তিনি।
সাব্বির বলেন, ‘মূলত ঘটনা কিছুই না, কিন্তু আমার শত্রুর অভাব নেই। তারা বিষয়টাকে বড় করার চেষ্টা করছে, যেন এক সময় সবাই বলে দোষ সাব্বিরেরই।’
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ২০১৭ সালের ২১ ডিসেম্বর ‘ম্যাও’ বলে ডাকার কারণে এক কিশোরকে মারধর করায় সাব্বির রহমান ছয় মাসের জন্য জাতীয় দলে নিষিদ্ধ ছিলেন।

এএন/০৪