দর্শকবিহীন মাঠে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ

খেলা ডেস্ক


জুন ০৪, ২০২০
০৬:২০ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৪, ২০২০
০৬:৩৬ পূর্বাহ্ন



দর্শকবিহীন মাঠে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ
টেস্ট প্রতি প্রত্যেক ক্রিকেটার বাড়তি পাবে ৬ লাখ টাকা

প্রাণঘাতী করোনাভাইরাসের হানায় প্রতিদিন ইংল্যান্ডে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই অবস্থায় ক্রিকেটের স্থবিরতার মধ্যেই চূড়ান্ত হলো ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টেস্ট খেলার দিনক্ষণ। জুলাইয়ে নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১ দিনের মধ্যে তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড। ম্যাচগুলো হবে দর্শকবিহীন মাঠে। এমনটাই ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
দু’দলের প্রথম টেস্টটি হবে ৮ জুলাই, সাউদ্যাম্পটনে। পরের দুই টেস্ট হবে ল্যাঙ্কাশায়ারে ১৬ জুলাই ও ২৪ জুলাই। তৃতীয় ভেন্যু হিসেবে এজবাস্টনকে রাখা হয়েছে। কোনো আকষ্মিক ঘটনায় অন্য দুই ভেন্যুতে ম্যাচ চালনা সম্ভব না হলে সেক্ষেত্রে এজবাস্টনকে বেছে নেওয়া হবে। এছাড়া এই মাঠটি জুলাইয়ের মধ্যে অতিরিক্ত প্রশিক্ষণের জন্যও ব্যবহৃত হবে। উইন্ডিজ দল ৯ জুন ইংল্যান্ডে পৌঁছানোর পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবে। ক্যারিবিয়ানদের রাখা হবে ওল্ড ট্রাফোর্ডে।

এদিকে, ইংলিশ সংবাদমাধ্যমের খবর, তিন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার করোনার ভয়ে ইংল্যান্ড সফরে যেতে চান না। সেই তিন ক্রিকেটারের নাম অবশ্য প্রকাশ পায়নি। তিন সদস্য না গেলেও ইংল্যান্ড সফরের জন্য পূর্ণ শক্তির দলই পাঠাবে ওয়েস্ট ইন্ডিজ। তিন টেস্টের সিরিজের জন্য ২৫ সদস্যের বিশাল বহর নিয়ে ইংল্যান্ড যাবে ওয়েস্ট ইন্ডিজ।
কদিন আগেই ক্ষতি কমাতে ক্রিকেটার ও কর্মচারীদের বেতন ৫০ ভাগ কমিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবু ক্রিকেটাররা খেলতে মুখিয়ে। করোনার বিশেষ অবস্থার মাঝেও ম্যাচ খেলায় প্রতি ম্যাচে ক্রিকেটাররা প্রত্যেকে বাড়তি ৫ হাজার পাউন্ড করে পাবেন। যা বাংলাদেশি মুদ্রায় সোয়া ছয় লাখ টাকা।

এএন/০২