ক্যারিবিয় দলে নতুন মুখ শেমার ও বোনার

খেলা ডেস্ক


জুন ০৪, ২০২০
০৩:০৯ অপরাহ্ন


আপডেট : জুন ০৪, ২০২০
০৩:০৯ অপরাহ্ন



ক্যারিবিয় দলে নতুন মুখ শেমার ও বোনার
ইংল্যান্ড সফরে যাচ্ছেন না ব্রাভো-শিমরন-পল

ইংল্যান্ড সফরে যাচ্ছেন না ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার ও কিমো পল। তিনটি টেস্ট খেলতে ২৫ সদস্যের দল নিয়ে ইংল্যান্ড যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এই সফরের জন্য ক্রিকেটদের জোর করা হবে না বলে জানিয়েছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এই সুযোগে সফর থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন তিন ক্রিকেটার। 
আগামী জুলাইয়ে শুরু হতে যাওয়া তিন টেস্টের সিরিজের জন্য বুধবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজের বোর্ড। প্রথমবারের মত সুযোগ পেয়েছেন তরুণ পেসার শেমার হোল্ডার ও অলরাউন্ডার এনক্রুমাহ বোনার।
কোভিড-১৯ পরীক্ষার পর আগামী ৮ জুন প্রাইভেট চার্টার্ড ফ্লাইটে চড়ে ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দিবে ওয়েস্ট ইন্ডিজ দল। শুরুতে ক্যারিবিয়ানরা থাকবেন ওল্ড ট্র্যাফোর্ডে। সেখানে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকার পর এক সপ্তাহ অনুশীলন করবেন তারা।
এরপর প্রথম টেস্ট খেলতে যাবেন তারা সাউথ্যাম্পটনে। ম্যাচটি শুরু আগামী ৮ জুলাই। পরের দুই ম্যাচ হবে ওল্ড ট্র্যাফোর্ডে, ১৬ জুলাই ও ২৪ জুলাই থেকে। সব ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে ও জীবাণুমুক্ত পরিবেশে।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমাহ বোনার, ক্রেইগ ব্র্যাথওয়েট, শামারা ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেইস, রাকিম কর্নওয়াল, শেন ডওরিচ,শেমার হোল্ডার, জেসন হোল্ডার (অধিনায়ক), শেই হোপ, আলজারি জোসেফ, রেমন রিফার, কেমার রোচ।

এএন/০৫