সাইবার ক্রাইম মামলায় অভিযুক্ত শোয়েব

খেলা ডেস্ক


জুন ০৪, ২০২০
১১:৪৪ অপরাহ্ন


আপডেট : জুন ০৪, ২০২০
১১:৪৪ অপরাহ্ন



সাইবার ক্রাইম মামলায় অভিযুক্ত শোয়েব

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালাওভাবে সমালোচনার কারণে এবার সাইবার ক্রাইমে ফেঁসে যাচ্ছেন পাকিস্তানের রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত পেসার শোয়েব আখতার। অতি কথা বলে এখন চাপে রয়েছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিয়ে অবমাননাকর মন্তব্যে চাপে শোয়েব। মিথ্যা অভিযোগ করায় অভিযুক্ত হলেন। সাইবার ক্রাইম শাখায় এ নিয়ে অভিযোগ জমাও পড়েছে। বলা হচ্ছে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদও করা হয়েছে শোয়েবকে।পিসিবি’র প্রধান নির্বাহী ওয়াসিম খানকে উদ্দেশ করে শোয়েবের সোশাল মিডিয়ায় করা পোস্ট নিয়েই শুরু বিতর্কের। যেখানে ওয়াসিম খানকে নিয়ে যে সব শব্দ ব্যবহার করেছেন তা ঠিক নয় বলে মনে করেন পিসিবি’র কর্মকর্তারা।

পিসিবি’র কর্মীরা এই ব্যাপারে সরাসরি অভিযুক্ত করছেন শোয়েবকে। অবশ্য শোয়েব এর আগে পিসিবি’র আইনি পরামর্শদাতা তাফাজ্জুল রিজভির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন। এ কারণে এবার তাকে আর ছাড় দিতে রাজী নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। শোয়েবকে শায়েস্তা করতে মামলা করা হয় সাইবার ক্রাইমে।

এএন/১০