বর্ণবৈষম্য নিয়ে আইসিসির বক্তব্য চান স্যামি

খেলা ডেস্ক


জুন ০৫, ২০২০
১২:৫২ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৫, ২০২০
১২:৫২ পূর্বাহ্ন



বর্ণবৈষম্য নিয়ে আইসিসির বক্তব্য চান স্যামি

বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য আইসিসি ও ক্রিকেটবিশ্বকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে ঝড় উঠেছে গোটা বিশ্বে। এতে শরিক হয়েছে ফুটবল, টেনিসসহ অন্যান্য ক্রীড়া সংশ্লিষ্টরা। কিন্তু নীবর রয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক স্যামি টুইটারে লিখেছেন, ‘হাঁটু দিয়ে চেপে ধরে থাকার ওই ভিডিও দেখার পরেও যদি বর্ণবৈষম্যের বিরুদ্ধে ক্রিকেটবিশ্ব সরব না হয়, তাহলে বলতে হবে তোমরাও এই সমস্যার একটা অংশ।

সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার স্যামি নিজেও কৃষ্ণাঙ্গ। তিনি জানাতে ভুলছেন না যে, বর্ণবৈষম্যের সমস্যাটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই নয়। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডারের মতে, বিশ্বজুড়ে প্রতিদিনই এই ভয়ঙ্কর সামাজিক সমস্যার মুখে পড়তে হচ্ছে কৃষ্ণাঙ্গদের।

ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি এবং বাকি ক্রিকেট বোর্ডগুলোর উদ্দেশে স্যামির আহবান, ‘আইসিসি এবং বাকি ক্রিকেট বোর্ডদের বলছি, তোমরা কি দেখছ না আমাদের মতো মানুষকে কী রকম পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে? আমাদের বিরুদ্ধে যে অনৈতিক কাজগুলো সমাজে ঘটে চলেছে, তার বিরুদ্ধে তোমরা মুখ খুলবে না?’

স্যামি আরও টুইট করে বলেছেন, ‘এখন চুপ করে থাকার সময় নয়। আমি তোমাদের বক্তব্য শুনতে চাই। দীর্ঘদিন ধরে কৃষ্ণাঙ্গরা অত্যাচারিত হয়ে আসছে।’ এর পরে তিনি হ্যাশট্যাগ দিয়েছেন, ‘কৃষ্ণাঙ্গ জীবনেরও মূল্য আছে।’

এএন/১২