ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত তিন লঙ্কান, তদন্তে আইসিসি

খেলা ডেস্ক


জুন ০৫, ২০২০
০৩:৫২ অপরাহ্ন


আপডেট : জুন ০৫, ২০২০
০৩:৫২ অপরাহ্ন



ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত তিন লঙ্কান, তদন্তে আইসিসি

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে শ্রীলঙ্কার তিন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দেশটির ক্রীড়ামন্ত্রী দুল্লাস আলাহাপ্পেরুমা স্থানীয় গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ক্রিকেটাররা সাবেক না-কি বর্তমান, সে বিষয়ে অবশ্য মুখ খোলেননি লঙ্কান ক্রীড়ামন্ত্রী। গেল মঙ্গলবার তিনি হতাশা প্রকাশ করে বলেছেন, ‘ক্রীড়াক্ষেত্রে শৃঙ্খলা ও সততা কমে যাওয়ার বিষয়গুলো দেখতে পেয়ে আমরা দুঃখিত।’
লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) অবশ্য জানিয়েছে যে, অভিযুক্ত ক্রিকেটারদের কেউই বর্তমান দলের নন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বিবৃতিতে তারা বলেছে, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রীলঙ্কার তিন সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসির দুর্নীতি দমন শাখার তদন্তের কথা বলেছেন এবং বর্তমান জাতীয় দলের কারও বিরুদ্ধে তদন্ত চলছে না।’
শ্রীলঙ্কার ক্রিকেট অঙ্গনে এখন চলছে দুর্যোগের ঘনঘটা। কদিন আগে হেরোইনসহ পুলিশের কাছে আটক হন শেহান মাদুশাঙ্কা। ফলশ্রুতিতে তার সঙ্গে চুক্তি বাতিল করেছে এসএলসি। সব ধরনের ক্রিকেট থেকেও নিষিদ্ধ করা হয়েছে ২৫ বছর বয়সী এই ফাস্ট বোলারকে।
আন্তর্জাতিক ক্রিকেটে মাদুশাঙ্কার উত্থান ছিল স্বপ্নের মতো। ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের স্বাদ পান তিনি। শুরুতেই করেছিলেন বাজিমাত, মিরপুরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে গড়েছিলেন হ্যাটট্রিকের কীর্তি। তার নিষেধাজ্ঞার বিষয়ে লঙ্কান ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘তার প্রতি দেশের অনেক প্রত্যাশা রয়েছে। এমন ঘটনা তাই খুবই দুঃখজনক।’

এএন/০১