ঢাকা-সিলেটসহ ৪ স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলন

খেলা ডেস্ক


জুন ০৬, ২০২০
০১:০৩ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৬, ২০২০
০১:০৩ পূর্বাহ্ন



ঢাকা-সিলেটসহ ৪ স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলন

অবশেষে অনুশীলনের জন্য ঢাকা-সিলেটসহ দেশের ৪টি স্টেডিয়াম পাচ্ছে ক্রিকেটাররা। করোনাভাইরাসের কারণে ঘরবন্দী ক্রিকেটাররা। ফিটনেস ঠিক রাখতে গত করোনাকালীন সময়ে ঘরে সীমিতভাবে অনুশীলন করেছেন কেউ কেউ। করছেন হালকা ব্যায়ম। এই অবস্থা থেকে ক্রিকেটারদের মুক্ত করার উদ্যোগ নিয়েছে বিসিবি।
যার আলোকে ক্রিকেটারদের অনুশীলনের জন্য দেশের চারটি স্টেডিয়াম খুলে দেওয়া হবে। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, ঢাকা, সিলেট, রাজশাহী ও কক্সবাজারে আমরা অনুশীলন শুরু করার ব্যবস্থা করছি। যদি কেউ চায়, আর কয়েকদিন পর থেকে ব্যক্তিগতভাবে এসব জায়গায় অনুশীলন করতে পারবে।' এসব জায়গায় বিসিবির আওতাধীন মাঠ, জিম ও অন্যান্য অনুশীলন সুবিধা ব্যবহার করতে পারবেন ক্রিকেটাররা। স্বাস্থ্যবিধি ও বিসিবির বেঁধে দেওয়া নিয়মকানুন মানতে হবে তাদের।
'সীমিত পরিসরে অনুশীলন'–এর ব্যাখ্যা দিতে গিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, 'প্রথমে ক্রিকেটাররা একজন করে ঘণ্টাখানেক অনুশীলন করে চলে যাবে। এরপর আসবে আরেকজন...।' 
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ছয়টি ম্যাচ শেষে গত ১৬ মার্চ করোনায় বন্ধ হয়ে যায় দেশের সব ক্রিকেটীয় কার্যক্রম।

এএন/০৫