আইসিসির শীর্ষ পদ নিয়ে এবার পাক-ভারত লড়াই!

খেলা ডেস্ক


জুন ১১, ২০২০
০২:২৬ পূর্বাহ্ন


আপডেট : জুন ১১, ২০২০
০২:২৭ পূর্বাহ্ন



আইসিসির শীর্ষ পদ নিয়ে এবার পাক-ভারত লড়াই!

আইসিসির শীর্ষ পদ নিয়ে লড়াই হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী পাক-ভারতের। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি আইসিসি চেয়ারম্যান পদে লড়াই করতে যাচ্ছেন বলে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে এবারে উঠে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানির নাম।  
আইসিসি চেয়ারম্যান হিসেবে শশাঙ্ক মনোহরের মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। তার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে জোর আলোচনা চলছে ক্রিকেটমহলে।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বুধবার তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, আসন্ন আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচনে সৌরভ পাশাপাশি এহসানেরও প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত মিলেছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে ক্রিকেট মাঠে দ্বিপাক্ষিক লড়াই বন্ধ থাকলেও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ পদ নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যে লড়াই জমে উঠতে পারে।
সম্ভাব্য প্রার্থী হিসেবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান কলিন গ্রেভসের নামও উচ্চারিত হচ্ছে গণমাধ্যমে। তবে তিন জনের কেউই এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।
টেলি-কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিতব্য আজকের আইসিসির বোর্ড সভায় মনোনয়নপত্র দাখিলের নির্দিষ্ট সময়সীমা, নির্বাচনের তারিখ ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ও নির্বাচনের তারিখ চূড়ান্ত করার ঘোষণাও আসতে পারে।
সভার আলোচ্যসূচিতে থাকা তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আরেকটি হলো আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ। তবে ভারতীয় গণমাধ্যমটির দাবি, বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এই সভাতেও নেওয়া হবে না। আসন্ন চেয়ারম্যান নির্বাচনের কারণে বিশ্বকাপের ভবিষ্যৎ নির্ধারণ করতে আরও কিছুদিন অপেক্ষা করতে চায় আইসিসি।

এএন/০৬