এবার বদলে যাচ্ছে ক্রিকেট বল

খেলা ডেস্ক


জুন ১৩, ২০২০
০৩:১৩ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২০
০৩:১৩ পূর্বাহ্ন



এবার বদলে যাচ্ছে ক্রিকেট বল

করোনায় পরিবর্তন আসছে ক্রিকেটের বিভিন্ন ক্ষেত্রে। এর ধারাবাহিকতায় এবার বদলে যাচ্ছে ক্রিকেট বলও। বোলারদের দীর্ঘদিনের অভ্যাস বদলাতে হবে। কারণ ইতোমধ্যেই বলে থুতু দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। কেউ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, আবার অনেকে বলছেন, এতে ব্যাটসম্যানরা বাড়তি সুবিধা পাবে। তবে আইসিসির নিয়ম মেনে নির্মাতারাও বল তৈরীতে পরিবর্তনেরই পক্ষে।
অস্ট্রেলিয়ার কোম্পানি কোকাবুরা জানিয়েছিল, কৃত্রিম মোমের আস্তরণ তৈরি করছে তারা। কিন্তু অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি জানিয়েছে, কৃত্রিম কোনও পদার্থ ব্যবহার করা চলবে না।
ডিউক বলে খেলা হয় ইংল্যান্ডে। সেই বলের নির্মাতা ব্রিটিশ ক্রিকেট বলস লিমিটেডের মালিক দিলীপ জাজোদিয়া এক ওয়েবসাইটে বলেছেন, ‘‌ডিউক বল হাতে সেলাই হয় ও এতে গ্রিজ থাকে। তাই ইংল্যান্ডে সুইং হতে কোনও সমস্যা হবে না। বল সুইং করানোর জন্য ঘামই যথেষ্ট। পাশাপাশি, বোলারদের দক্ষতার ওপরেই বলের ক্ষমতা নির্ভর করে।’‌
কোকাবুরা বলের সেলাই হয় মেশিনে। বানানো যেমন সহজ তেমনি সহজেই এর জেল্লা চলে যায়। বদলে যায় আকার। তাছাড়া কোকাবুরার সিম মাটিতে লেপ্টে যায়। ফলে কিছুক্ষণ পরে আর সুইং পাওয়া যায় না।’
‌ভারতের এসজি বলের নির্মাতা সংস্থার মালিক পরশ আনন্দ বলেছেন, ‘‌বলে রিভার্স সুইং পেতে থুতু পালিশের ভূমিকা যে রয়েছে একথা কেউ অস্বীকার করতে পারবেন না। ৭০–৮০ ওভার পর্যন্ত বল টিকে থাকে। তবে আমরা কিছু পরিবর্তন করতে চলেছি। বলের পালিশে এবার থেকে একটু বেশি পোঁচ দেওয়া হবে, যাতে বলের ঔজ্জ্বল্য অনেকক্ষণ টিকে থাকে। এখন যতক্ষণ থাকে, তার থেকেও ১০–১৫ ওভার বেশি থাকার কথা ভেবেছি আমরা।’
আনন্দ জানিয়েছেন, বলের সুতোও আরও শক্তিশালী হবে যা থেকে সুবিধা পাবে বোলাররা। পাশাপাশি তারা চাইছেন বলের ভেতরকার অংশ আরও মজবুত করতে। আনন্দের বলেন, ‘‌যদি বলের ভেতরকার অংশ ৭০–৮০ ওভার পর্যন্ত শক্ত থাকে, তাহলে সাহায্য পাবে বোলাররা।’‌
এএন/১১