আফ্রিদির জন্য দোয়া চাইলেন মুশফিক

খেলা ডেস্ক


জুন ১৪, ২০২০
০৫:৫৫ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৪, ২০২০
০৫:৫৫ পূর্বাহ্ন



আফ্রিদির জন্য দোয়া চাইলেন মুশফিক

করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির জন্য দোয়া চাইলেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। শনিবার দুপুরে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে শহীদ আফ্রিদি টুইটারে লেখেন, বৃহস্পতিবার থেকেই অস্বস্তি লাগছিল আমার। শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম। এরপর কোভিড-১৯ টেস্ট করাই। দুর্ভাগ্যবশত পরীক্ষার ফল পজিটিভ এসেছে। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চাইছি। ইনশাআল্লাহ।
আফ্রিদির করোনা আক্রান্ত হওয়ার খবরে দুঃখ প্রকাশ করে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম টুইটারে লেখেন, আপনার খবর শুনে অনেক ব্যথিত হয়েছি ভাই। আল্লাহ যেন আপনাকে দ্রুত সুস্থ করে তোলেন। আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ইনশাআল্লাহ্, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।
এদিকে, সন্ধ্যা ৭টা পর্যন্ত আফ্রিদির দ্রুত আরোগ্য কামনা করে রিটুইট করেছেন ১৪ হাজার ভক্ত-সমর্থক। পাকিস্তান দলে সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান কামরান আকমল লিখেছেন, আমরা আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। ইনশাআল্লাহ আপনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান টেস্ট অধিনায়ক আজহার আলী লিখেছেন, শহীদ ভাই আল্লাহ আপনাকে দ্রুত সুস্থতা দান করুন আমীন। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নায়ক সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ লিখেছেন, আল্লাহ আপনাকে করোনা মোকাবেলার শক্তিদান করুন।
এ ছাড়া পাকিস্তানের তারকা ক্রিকেটার সোহেল তানভির, জুনায়েদ খান, ইমাদ ওয়াসিম, শারজিল খান, হায়দার আলী, ফাওয়াদ আলম, আন্তর্জাতিক আম্পায়ার আলিম দার, পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিসবাহ মারুফ, ক্রিকেটার কাইনাত ইমতিয়াজসহ ভারত-পাকিস্তানের অনেক ভক্ত-সমর্থক শহীদ আফ্রিদির জন্য প্রার্থনা করেছেন।
শহীদ আফ্রিদি পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৩৯৮টি ওয়ানডে ও ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১১টি সেঞ্চুরি আর ৫১টি ফিফটির সাহায্যে ১১ হাজার ১৯৬ রান সংগ্রহের পাশাপাশি ৫২৪ ম্যাচে বল হাতে শিকার করেন ৫৪১ উইকেট।
এএন/১১