শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুত নয় টাইগাররা!

খেলা ডেস্ক


জুন ১৬, ২০২০
০৬:৪৩ অপরাহ্ন


আপডেট : জুন ১৬, ২০২০
০৬:৪৮ অপরাহ্ন



শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুত নয় টাইগাররা!

করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও বিশ্বব্যাপী মাঠে ফিরছে ক্রিকেট-ফুটবল। তবে বাংলাদেশে এখনো নিশ্চিত নয় কবে মাঠে ফিরবে ক্রিকেট। অনুশীলনেরও সুযোগ পাচ্ছেননা তামিম ইকবাল, মুমিনুল হক আর মুশফিকুর রহিমরা। কিছুদিন বিসিবি ঢাকা, সিলেট ও কক্সবাজারে স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ দেওয়ার কতা বলেছিল। কিন্তু তিনটি এলাকায় রেড জোন থাকায় তা আর হচ্ছেনা। এরমধ্যে জুলাইয়ে দ্বীপ দেশটিতে সফরের সুযোগ এসেছে বাংলাদেশ দলের সামনে। প্রস্তাব আসলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এখনো এনিয়ে সিদ্ধান্ত নিতে পারেন নি।

ক্রিকেটারদের সংগঠন- ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর অনলাইন সভা শেষে সফর নিয়ে অনিশ্চয়তা ছড়াল। তিন মাস ধরে ক্রিকেটাররা মাঠের বাইরে। এ অবস্থায় টেস্ট সিরিজ খেলতে নেমে পড়তে চান না তারা। কোয়াব এক বিবৃতিতে জানায়, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণ পূর্বক সরকারের নির্দেশনা মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করবেন।’

কোয়াব সাধারণ সম্পাদক দেবব্রত পাল শ্রীলঙ্কা সফর প্রসঙ্গে বলেন, ‘অনুশীলনই তো শুরু করা যাচ্ছে না। মিরপুর রেডজোন, সিলেট রেডজোন, কক্সবাজার রেডজোন। কোথায় অনুশীলন শুরু করবে ক্রিকেটাররা? ওয়ানডে, টি-টোয়েন্টি হলে ভিন্ন কথা থাকতো। কিন্তু তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যে ধরনের শারীরিক এবং মানসিক প্রস্তুতি থাকা দরকার, তা ক্রিকেটাররা নিতে পারেনি।’

কোয়াবের এই ভার্চুয়াল সভায় জাতীয় দল ও প্রিমিয়ার লিগের শীর্ষ স্থানীয় ক্রিকেটাররা অংশ নেন। অংশগ্রহণকারীরা হচ্ছেন- কোয়াব সভাপতি ও বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয়, কোয়াব সহ-সভাপতি ও বিসিবি পরিচালক খালেদ মাহামুদ সুজন, সাধারণ সম্পাদক দেবব্রত পাল, ক্রিকেটার মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, আব্দুর রাজ্জাক, তুষার ইমরান, জহুরুল ইসলাম অমি, এনামুল হক জুনিয়র, শাহরিয়ার নাফীস, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ।

এএন/০২