নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৫
১১:১২ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৬, ২০২৫
১১:১২ অপরাহ্ন
সিলেটে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর শাফকাত জাহান শাহদী (১৮) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাসার একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
শাহদী সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানাধীন কদমতলী এলাকার আব্দুল সালামের ছেলে। সে সিলেটের মদন মোহন বিশ^বিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
জানা গেছে, ফল প্রকাশের কিছুক্ষণ পর সকাল সাড়ে ১১টার দিকেজ নিজ বাসার একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এমএমপির মোগলাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। তিনি বলেন, ‘নিহত শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’