সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ ইমজার

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৬, ২০২৫
১০:০৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৬, ২০২৫
১০:০৭ অপরাহ্ন



সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ ইমজার


সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর লুটপাট মামলার অন্যতম আসামি ও আওয়ামী লীগ নেতা আলফু মিয়া এবং তার ছেলে আদালত প্রাঙ্গণে ইমজানিউজডটকমের রিপোর্টার নয়ন সরকার নিমু ও ক্যামেরাপার্সন বিশাল দে বৃত্তের ওপর হামলা চালিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে রিমান্ড শুনানি শেষে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার নিন্দা জানিয়েছেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সভাপতি আশরাফুল কবীর ও সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এ ঘটনার নিন্দা জানানো হয়। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।


এএফ/০৫