নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৫
১০:০৫ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৬, ২০২৫
১১:১৫ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথরে লুটপাট মামলার আসামি ও অবৈধভাবে বালু তুলে ধলাই সেতুকে ঝুঁকিতে ফেলার অন্যতম অভিযুক্ত আলফু চেয়ারম্যান ও তার ছেলে এবার আদালত প্রাঙ্গণে সংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেটের আদালতপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় হামলা ছাড়াও সাংবাদিকদের মোবাইল কেড়ে নেন আবদুল ওদুদ আলফু। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি।
জানা গেছে, পাথর লুটের মামলায় আদালতে আলফু মিয়ার রিমান্ড শুনানি ছিল। সিলেটের জ্যেষ্ঠ মুখ্য হাকিম প্রথম আদালতে রিমান্ড আবেদনের শুনানি শেষে পুলিশ তাকে নিয়ে প্রিজন ভ্যানের দিকে যাচ্ছিল। এ সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে আলফু চেয়ারম্যান ও তার ছেলে সাংবাদিকদের ওপর হামলা চালায়। হামলায় স্থানীয় সাংবাদিক নয়ন সরকার ও বৃত্ত আহত হন।
হামলার শিকার সাংবাদিক নয়ন সরকার বলেন, ‘আদালত এলাকায় সংবাদ কাভার করতে যাই। সেখানে কাজের সময় হঠাৎ আলফু মিয়ার ছেলে আমার ওপর হামলা চালায়। এরপর হাতকড়া পরা অবস্থায় আলফু নিজেই আমার মোবাইলটি নিয়ে নেন। ঘটনাটি পুলিশের সামনেই ঘটে।’
ঘটনার পর নয়ন সরকার বিষয়টি সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা তদন্তের আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’