সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৬, ২০২৫
১০:২০ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৬, ২০২৫
১০:২৩ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘তৃণমূলে ছড়িয়ে থাকা লাখ লাখ নেতাকর্মীই বিএনপির প্রাণ। তারাই বিএনপির শিকড়কে বিস্তৃত করেছেন, করছেন। তৃণমূলের নেতাকর্মীরা নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করে যান।’
তিনি বলেন, ‘তৃণমূল নেতাকর্মীরাই আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানঘোষিত ৩১ দফাসহ বিএনপির সকল বার্তা পৌঁছে দেন গ্রাম থেকে গঞ্জে মানুষের ঘরে ঘরে। বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করলে ইনশাআল্লাহ তৃণমূলের এসব নেতাকর্মীকে সঠিক মূল্যায়ন করা হবে ‘
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নে একটি শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম মুক্তার আলী কলা মিয়া, সিনিয়র সহ সভাপতি ফয়জুর রহমান উনু মিয়া, ইলিয়াস উদ্দিন, সামছুল ইসলাম, সেলিম উদ্দিন স্মরণে স্থানীয় পূর্ব ফুলসাইন্দ তরুণ সংঘের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।
লক্ষণাবন্দ ইউনিয়নের ৬ নম্বরওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই সভা হয়। শোকসভায় ফয়সল চৌধুরী আরও বলেন, ‘মরহুম মুক্তার আলীসহ মরহুমরা বিএনপির নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তারা শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শকে লালন করে গেছেন আজীবন। স্থানীয় পর্যায়ে দলকে সুসংগঠিত করতে তাদের ভূমিকা ছিল। এসব নেতাদের আমরা কৃতজ্ঞাচিত্তে স্মরণ করছি। তাদের আত্মার শান্তি কামনা করছি।’
লক্ষণাবন্দ ইউনিয়নের প্রবীন মুরব্বি হাজী আব্দুল মালিক মিয়ার সভাপতিত্বে ও লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান দারা ও সহ সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদের যৌথ পরিচালনায় শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, আনহার উদ্দিন, গোলাম কিবরিয়া, কফিল উদ্দিন।
উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিউর রহমান শামীম, সাধারণ সম্পাদক নুর উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাহাত চাকলাদার, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক লিটন আহমদ, সিলেট সিটি করপোরেশনের ২২ ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ ওজি মো কাউছার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ বাবর গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক, তানজিম আহাদ, লক্ষনাবন্দ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ আহমদ, লক্ষনাবন্দ ইউনিয়ন ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোহাইমিন মাহিন, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারজান আহমদ, দপ্তর সম্পাদক তানজিল আহমদ, উপজেলা জিয়া সাইবার ফোর্স সদস্য সচিব মিনহাজ উদ্দিন রনি , লক্ষনাবন্দ ইউনিয়ন ছাত্রদলের সদস্য কাশেম তানিম, জুনেদ আহমদ প্রমুখ।
এছাড়াও গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণী পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।
এএফ/০৬