বিতর্কিত পোস্টে বরখাস্ত চেন্নাই'র চিকিৎসক

খেলা ডেস্ক


জুন ১৮, ২০২০
০৭:৫৯ অপরাহ্ন


আপডেট : জুন ১৮, ২০২০
০৭:৫৯ অপরাহ্ন



বিতর্কিত পোস্টে বরখাস্ত চেন্নাই'র চিকিৎসক

লাদাখের গালোয়ান উপত্যকায় চীন–ভারত সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিহত সেনাদের শ্রদ্ধার্ঘ জানাচ্ছে দেশবাসী। কিন্তু লাদাখে শহিদ জওয়ানদের নিয়ে বিতর্কিত পোস্ট করায় বরখাস্ত করা হল ধোনির চেন্নাই সুপার কিংসের এক চিকিৎসককে। 

চেন্নাই সুপার কিংসের চিকিৎসক মধু ঠোঠটাপিল্লিল টুইট করে লেখেন, ‘‌আমার জানতে ইচ্ছে করছে শহিদ জওয়ানদের কফিনে কি এবার পিএম কেয়ার লেখা থাকবে?’‌ এই পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে। এরপর তিনি টুইটটি ডিলিট করে দেন।

তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি জানায়, ‘‌দলের চিকিৎসকের সোশ্যাল মিডিয়ায় মন্তব্য তাঁর ব্যক্তিগত মত, এর সঙ্গে চেন্নাই শিবিরের কোনও যোগাযোগ নেই। দেশের সেনাদের নিয়ে এমন মন্তব্য এবং বিতর্কিত টুইটের জন্য দল ক্ষমাপ্রার্থী। দলের সঙ্গে তাঁর সমস্ত সম্পর্ক ছিন্ন করা হল।’‌ চেন্নাই শিবিরের তরফে আরও বলা হয়েছে, ‘‌ফ্রাঞ্চাইজি এই টুইটের জন্য দুঃখপ্রকাশ করছে। গোটা কাজটি ম্যানেজমেন্টের অজান্তেই হয়েছে। অত্যন্ত জঘন্য মানসিকতার পরিচয় এটি।’‌  

সবচেয়ে বড় কথা চেন্নাই অধিনায়ক ধোনি ভারতের টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল। তাঁর দলের চিকিৎসকই কিনা এমন মন্তব্য করে বসলেন!‌ 

এএন/০৯