গুজব’র শিকার শহিদ আফ্রিদি

খেলা ডেস্ক


জুন ২০, ২০২০
১২:৫৬ পূর্বাহ্ন


আপডেট : জুন ২০, ২০২০
১২:৫৬ পূর্বাহ্ন



গুজব’র শিকার শহিদ আফ্রিদি

সোশ্যাল সাইট হলো গুজবের আখড়া। কোনো মানুষ খুব সহজেই একটা পোস্ট দিয়ে গুজব ছাড়িয়ে দিতে পারেন।লাদেশের একজন প্রবাদপ্রতীম অভিনেতাকে এ পর্যন্ত বার দশেক মেরে ফেলেছে এই গুজবকারীরা।

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিও সম্প্রতি এই গুজববাজদের শিকার হয়েছেন। বাধ্য হয়ে মিডিয়ার সামনে এসে নিজেকে 'জীবিত' প্রমাণ করেছেন করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক এই ক্রিকেটার। করোনা আক্রান্তের পর বেশ কয়েকদিন সোশ্যাল সাইটে সক্রিয় না থাকায় গুজব ছড়ায় যে, আফ্রিদির শারিরীক অবস্থা ভালো নয়। এতেই চটে গেছেন পাক অলরাউন্ডার। 

‘দ্য নিউজ’কে আফ্রিদি বলেন, 'আল্লাহ সবাইকে সোশ্যাল সাইট থেকে রক্ষা করুন। আমি জানি না কতটা গুজব ছড়িয়েছে। আমি সারা বিশ্ব থেকে হাজারো কল এবং ম্যাসেজ পেয়েছি। তাদের সবার প্রতি আমার বার্তা হচ্ছে, আমি কোভিড-১৯ থেকে দ্রুত সুস্থ হয়ে উঠছি এবং শিগগিরই আমি সামাজিক কর্মকাণ্ডে ফিরতে চলেছি।'

করোনা অভিজ্ঞতা নিয়ে আফ্রিদি জানান, প্রথম কয়েকদিন বেশ কষ্ট হয়েছে। তবে বিশ্রাম, গরম পানির ভাপ নেওয়া এবং নিয়মিত আদা চা খাওয়ায় তার শক্তি পুনরুদ্ধার করা সহজ হচ্ছে। তার ভাষায়, 'এটা হুট করেই হয়েছে। একদিন সব ঠিকঠাক চলছিল এবং এর পরদিন আমি অসুস্থ বোধ করছিলাম। আমার জ্বর চলে এসেছিল। মাথা ব্যথা করছিল। শ্বাসকষ্ট হচ্ছিল। আমি ঘুমাতে পারছিলাম না। শরীরে কোনো ব্যথা ছিল না কিন্তু কোনো শক্তি পাচ্ছিলাম না। কিন্তু সৌভাগ্যবশত বিশ্রাম, গরম ভাপ নেওয়া এবং আদা চা খাওয়ায় ভালো অনুভব করছি।'

এএন/১০