মাশরাফির দ্রুত সুস্থতায় ক্রিকেটারদের প্রার্থনা

খেলা ডেস্ক


জুন ২১, ২০২০
০১:৫৬ অপরাহ্ন


আপডেট : জুন ২১, ২০২০
০১:৫৬ অপরাহ্ন



মাশরাফির দ্রুত সুস্থতায় ক্রিকেটারদের প্রার্থনা

করোনাভাইরাস এবার হানা দিয়েছে বাংলাদেশের ক্রিকেটোরদের ঘরে। সাবেক ক্রিকেটার আশিকুর রহমান, সজীব দাস, নাফিস ইকবাল, নাজমুল ইসলাম অপু ও মাশরাফি বিন মুর্তজা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছে ওয়ানডে জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালের মা নুসরাতও।

সাবেক অধিনায়ক ও জাতীয় সংসদ সদস্য মাশরাফির করোনায় আক্রান্ত হওয়ার খবর জানাজানি হওয়ার পর থেকেই তাঁর ভক্ত ও শুভাকাঙ্খীরা শুভকামনা জানিয়ে আসছেন। সে তালিকায় যোগ হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমানে ধারাভাষ্যকার রমিজ রাজা। টুইটে লিখেছেন, ‘কোভিড-১৯ থেকে মাশরাফি যাতে শিগগিরই সেরে ওঠে সে জন্য  শুভকামনা জানাচ্ছি, আর অনেক অনেক প্রার্থনা করছি।’ মাশরাফি নিজেও সবার কাছে দোয়া চেয়েছেন। অফিসিয়াল ফেসবুক পেইজে দিয়ে মাশরাফি লিখেছেন, ‘আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরও সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই।’ 

সবার প্রিয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁর রোগ মুক্তির জন্য প্রার্থনা করছেন ক্রিকেটাররা। প্রত্যেকেরই প্রত্যাশা, মাশরাফি দ্রুতই করোনাভাইরাস জয় করবেন। অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম তাঁর ফেসবুকে মাশরাফির জন্য দোয়া চেয়ে লিখেছেন, ‘আপনি সব সময়ই একজন চ্যাম্পিয়ন ছিলেন। আশা করি আপনি সব বাধা জয় করবেন। কোটি কোটি মানুষ আপনার জন্য প্রার্থনা করছেন। দেশের আপনাকে দরকার।’ 

সৃষ্টিকর্তার কাছে মাশরাফির মঙ্গল চেয়ে জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার লিখেছেন, ‘আশা করি মাঠের যোদ্ধার মতোই যুদ্ধ করে বেশ ভালোভাবেই ফিরে আসবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক।’ আরেক ওপেনার ইমরুল কায়েস মাশরাফির করোনা আক্রান্ত হওয়ার খবরে বিহ্বল হয়ে পড়েন, ‘মাশরাফি বিন মুর্তজা ভাইয়ের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ শুনে খুব খারাপ লাগছে। দোয়া করি তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’

মাশরাফিকে শক্ত থাকতে বলছিলেন পেসার তাসকিন আহমেদ, ‘আপনি সকল যুদ্ধেই জয়ী হয়েছেন, ইনশা আল্লাহ আপনি এই যুদ্ধেও জিতবেন। আমার চ্যাম্প শক্ত থাকুন, ভাই।’  এ ছাড়া রুবেল হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমান মাশরাফির করোনার আক্রান্ত হওয়ার খবরে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা চেয়েছেন।

এএন/০৩