বাবা স্মরণে রুমানা গাইলেন ‘আয় খুকু আয়’

খেলা ডেস্ক


জুন ২১, ২০২০
০৭:৩৯ অপরাহ্ন


আপডেট : জুন ২১, ২০২০
০৭:৩৯ অপরাহ্ন



বাবা স্মরণে রুমানা গাইলেন ‘আয় খুকু আয়’

ক্রিকেটার রুমানা আহমেদ ১১ বছর আগে বাবা হারিয়েছেন। দেখে যেতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে মেয়ের পথচলা। অকালে পৃথিবী ছেড়ে চলে যাওয়া বাবাকে উৎসর্গ করে বাংলাদেশ নারী দলের ওয়ানডে অধিনায়ক নিজের কণ্ঠে গাইলেন ‘আয় খুকু আয়, আয় খুকু আয়’ গানটি। বাবাকে স্মরণ করে গাওয়া পুরো গানটির ভিডিও রুমানা পোস্ট করেছেন অফিসিয়াল ফেসুবক পেজে। ক্রিকেট মাঠের এ তারকা কেমন গাইলেন জানতে ঢুঁ মেরে আসতে পারেন তার ভেরিফায়েড পেজে।

যে রাঁধে সে চুলও বাঁধে— প্রচলিত প্রবাদটি খেটে যায় রুমানার বেলায়। মাঠের নেতৃত্ব, বল হাতে উইকেট আর ব্যাটে রান তোলাই মূল কাজ হলেও গানও মন্দ গাননি তিনি। হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের গাওয়া বিখ্যাত গানটি নিজের কণ্ঠে তুলে বাবার প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা জানিয়েছেন রুমানা। বাবা দিবসে পৃথিবীর সকল বাবাদের প্রতিও জানিয়েছেন শ্রদ্ধা।

এএন/০৬