করোনা গুজবে অতিষ্ঠ সৌরভের বড় ভাই

খেলা ডেস্ক


জুন ২২, ২০২০
০২:৫১ অপরাহ্ন


আপডেট : জুন ২২, ২০২০
০৩:০৩ অপরাহ্ন



করোনা গুজবে অতিষ্ঠ সৌরভের বড় ভাই

পরিবারের কয়েক জনের করোনায় আক্রান্ত হওয়ার গুজবে অতিষ্ঠ হয়ে উঠেছে সৌরভ গাঙ্গুলীর বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলী। কিন্তু পরীক্ষায় করোনা ধরা পড়েনি বিসিসিআই সভাপতির বড় ভাইয়ের। তারপরেও স্নেহাশিস কোভিডে আক্রান্ত—এমন গুঞ্জন ছড়িয়েছে কলকাতায়। এতে বেশ চরম ক্ষুব্ধ সৌরভের 'দাদা'।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সচিব স্নেহাশিস নিজের করোনা আক্রান্ত হওয়ার গুঞ্জন নিয়ে এক বিবৃতিতে বলেছেন, 'আমি পুরোপুরি সুস্থ আছি এবং নিয়মিত অফিস করছি। আমার অসুস্থতা নিয়ে যে খবরগুলো বেরিয়েছে তা একেবারে ভিত্তিহীন। এমন খারাপ সময়ে এই খবরগুলো আশা করা যায় না। আমি আশা করি এমন অসত্য খবর আর কেউ প্রচার করবে না।'

গত শুক্রবার পশ্চিমবঙ্গের রাজ্য স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করেছিল স্নেহাশিসের স্ত্রী, শ্বশুর–শ্বাশুড়িসহ একজন গৃহকর্মীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। শহরের একটি প্রাইভেট নার্সিং হোমে তাদের চিকিৎসা চলছে। সৌরভের ক্রিকেটার হওয়ার পেছনে স্নেহাশিসের অনেক অবদান রয়েছে। বাংলার হয়ে ৫৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। প্রায় ৪০ গড়ে ৬টি সেঞ্চুরিসহ করেছেন ২ হাজার ৫৩৪ রান। 

এএন/০৪