ভারতের ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তির বিদায়

খেলা ডেস্ক


জুন ২৩, ২০২০
০৩:১০ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৩, ২০২০
০৩:১০ পূর্বাহ্ন



ভারতের ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তির বিদায়

ভারতের ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি খ্যাত রাজিন্দার গোয়েল বিদায় নিলেন পৃথিবী থেকে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত নৈপুন্য তাকে এনে দিয়েছে এই সম্মান। রঞ্জি ট্রফির ইতিহাসে তিনিই সফলতম বোলার। সেই আলোচিত ক্রিকেটার আর নেই। গত রবিবার ৭৭ বছর বয়সে মারা গেছেন ভারতের সাবেক এই বাঁহাতি স্পিনার।
প্রথম শ্রেণির ক্রিকেট থেকে তিনি অবসর নেন ৪৩ বছর বয়সে। পরিসংখ্যানই অনেক দিন আলোচনায় রাখবে গোয়েলকে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৭ ম্যাচে নিয়েছেন ৭৫০ উইকেট। এরমধ্যে ৫ উইকেট ৫৯ বার, ম্যাচে ১০ উইকেট ১৮ বার। বিস্ময়কর সাফল্য!
রঞ্জি ট্রফিতেই তুলে নেন ৬৩৭ উইকেট। ভারতের এই আসরের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই।
এমন সাফল্যের পরও মিলেনি জাতীয় দলের টিকিট। তিনি জন্মেছিলেন ভুল সময়ে। বিষেন সিং বেদির কারণে জায়গা পাননি ভারতীয় দলে। বেদি নিজেই গোয়েলকে বললেন দুর্ভাগা ক্রিকেটার। জানালেন,  'ভারতের হয়ে আমার যখন অভিষেক তখন তিনি আমার চেয়ে অনেক ভালো বোলার ছিলেন। ভাগ্যবান বলে আমি সুযোগ পেয়েছিলাম। এরপর ১৯৭৪-৭৫ মৌসুম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শৃঙ্খলাজনিত কারণে আমি যখন দলের বাইরে, তখনও তার সুযোগ মেলেনি।' জাতীয় দলে খেলতে না পারার আক্ষেপ নিয়েই চলে গেলেন তিনি না ফেরার দেশে।
এএন/০১