সিপিএলে খেলছেন না ক্রিস গেইল

খেলা ডেস্ক


জুন ২৪, ২০২০
০৩:২৮ অপরাহ্ন


আপডেট : জুন ২৪, ২০২০
০৮:৪৫ অপরাহ্ন



সিপিএলে খেলছেন না ক্রিস গেইল

এবারের ক্যারিবিয়ান ক্রিকেট লিগ সিপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন টি-টোয়েন্টির এই সুপারস্টার ক্রিস গেইল। যদিও লিগ (সিপিএল) শুরু ও শেষের তারিখ ঠিক হয়ে আছে। শুরু ১৮ আগস্ট। শেষ ১০ সেপ্টেম্বর। তবে করোনাভাইরাস কালে এই টুর্নামেন্ট শুরুর জন্য এখনো ক্যারিবীয় সরকারের অনুমতি পাওয়া যায়নি। এরই মধ্যে নিজের সিদ্ধান্ত অবশ্য জানিয়ে দিয়েছেন ক্রিস গেইল। 

গেইল জানিয়েছেন- লকডাউনের কারণে পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎও তার ঠিক মতো হচ্ছে না। তাই পরিবারকে সময় দিতেই এই বছরের সিপিএলে তার না খেলার সিদ্ধান্ত। চলতি বছর সিপিএলে ক্রিস গেইলকে দলে টেনেছিল সেইন্ট লুসিয়া জুকস। ফ্র্যাঞ্চাইজির মালিককেও গেইল নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

চলতি বছর এপ্রিলে সেইন্ট লুসিয়া গেইলকে দলে টানে। সিপিএলের ইতিহাসে ক্রিস গেইল অন্যতম সেরা পারফর্মার। এর আগে জ্যামাইকা তালাওয়াস এবং সেইন্ট কিটস ও নেভিস প্যাট্রিওটের হয়ে গেইল এই লিগে খেলেছেন। জ্যামাইকা তালাওয়াসের হয়ে দু’বার সিপিএলের শিরোপাও জিতেছেন গেইল।

টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিক গেইল। সিপিএলেও এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২,৩৪৪ রানের মালিক এই বাঁহাতি ওপেনার।

এএন/০৭