পাকিস্তান জাতীয় দলের ১০ ক্রিকেটার করোনা আক্রান্ত

খেলা ডেস্ক


জুন ২৪, ২০২০
০৯:১৯ অপরাহ্ন


আপডেট : জুন ২৪, ২০২০
০৯:১৯ অপরাহ্ন



পাকিস্তান জাতীয় দলের ১০ ক্রিকেটার করোনা আক্রান্ত

মহামারী করোনায়ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তান জাতীয় দলের ১০ জন ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে যে, মোট ৩৫ জনের করোনা টেস্ট করানো হয়েছে তাদের মধ্যে ১০ খেলোয়াড়ের করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছে। আগের দিন আরও তিন ক্রিকেটারের পজিটিভ হয়। 

মঙ্গলবার করোনা পরীক্ষায় পজিটিভ আসে- ফখর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান ও ওহাব রিয়াজের। আগের দিন করোনা পরিজিটিভ আসে হায়দার আলী, হারিস রউফ ও শাদাব খানের। 

আর নেগেটিভ আসে- আবিদ আলী, আসাদ শফিক, আজাহার আলী, বাবর আজম, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, ইফতিখার আহমদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান, ইয়াসির শাহ, ইমাদ ওয়াসিম ও উসমান সেনওয়ারির। তবে করোনা পরীক্ষা হয়নি শোয়েব মালিক ও ওয়াকার ইউনিসের।

পাকিস্তান ক্রিকেট দলের সাপোর্টিং স্টাফদের মধ্যে যাদের নেগেটিভ আসে তারা হলেন- মনসুর রানা (ম্যানেজার), মিসবাহ-উল-হক (প্রধান কোচ), শহীদ আসলাম (সহকারী কোচ), ইউনিস খান (ব্যাটিং কোচ), মুশতাক আহমেদ (স্পিন বোলিং কোচ), আবদুল মাজিদ (ফিল্ডিং কোচ), তালহা বাট (টিম অ্যানালিস্ট), ইয়াসির মালিক (কন্ডিশনিং কোচ), ডা. সোহেল সলিম (টিম চিকিৎসক), লে. কর্নেল (অব.) উসমান রিফাত (সিকিরিটি ম্যানেজার) এবং রাজা কিচলু (মিডিয়া ম্যানেজার)।

এএন/০৯