খেলা ডেস্ক
জুন ২৯, ২০২০
১১:১৬ অপরাহ্ন
আপডেট : জুন ২৯, ২০২০
১১:৪৯ অপরাহ্ন
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী পড়েছেন গ্যাড়াকলে। তাঁর সামনে এখন দু'টি সুবর্ণ সুযোগ থাকলেও বেছে নিতে হবে একটিকে। এর মধ্যে একটি আইসিসির চেয়ারম্যান হওয়া, অন্যটি আগামী বছরের নির্বাচনে পশ্চিম বাংলায় বিজেপির মুখ্য ব্যক্তি হওয়ার। কোনটিকে বেছে নেন বাংলার মহারাজ এখন সেটাই দেখার বিষয়। বিশ্ব ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ গ্রেম স্মিথ, ডেভিড গাওয়াররা তাঁকে দেখতে চান আইসিসির চেয়ারম্যান পদে। ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চান বিজেপিতে নিতে।
আইসিসির চেয়ারম্যান নির্ধারিত হতে পারে জুলাইয়ে। পাকিস্তানের এহসান মানি ও সিঙ্গাপুরের ইমরান খমিজ চেয়ারম্যান পদের লড়াই থেকে সরে যাওয়ায় সৌরভের একমাত্র প্রতিদ্বন্দ্বী এখন নিউজিল্যান্ন্ডের গ্রেগ বার্কেল। সৌরভকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি করতে তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহ মুখ্য ভুমিকা পালন করেছেন। এর প্রতিদান হিসেবে বাংলার আগামী নির্বাচনে অমিত শাহ কাজে লাগাতে চান সৌরভকে। সৌরভ কোনটা বেছে নেবেন তা সময়েই জানা যাবে।
এএন/০৮