টেনিস বিলিয়ার্ড খেলে সময় কাটছে বাবরদের

খেলা ডেস্ক


জুলাই ০১, ২০২০
০২:০৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০১, ২০২০
০২:০৬ পূর্বাহ্ন



টেনিস বিলিয়ার্ড খেলে সময় কাটছে বাবরদের

ইংল্যান্ড সফরে রয়েছে পাকিস্তান ক্রিকেট দ। নিয়ম মেনে বাবর আজমদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। হোটেল বন্দী সময়টা আপাতত টেবিল টেনিস আর বিলিয়ার্ড কাটাচ্ছেন বাবর আজমরা। রবিবার লাহোর থেকে ইংল্যান্ডে উড়ে যায় পাকিস্তান ক্রিকেট দল। ভাড়া করা উড়োজাহাজ পাঠিয়ে বাবর আজমদের নিয়েছে ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ড।
ম্যানচেস্টার হয়ে উস্টারশায়ারে আছে পাকিস্তান দল। সেখানে হোটেলেই থাকতে হবে তাদের। করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতেই এমনটা করতে হচ্ছে। এ অবস্থায় ইনডোর গেমস নিয়েই ব্যস্ত ক্রিকেটাররা। তারই চিত্র দেখা যাচ্ছে সোশাল মিডিয়ায়। নিজেদের অফিশিয়াল টুইটার পেজে পিসিবি উস্টারের হোটেলে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি ও ভিডিও পোস্ট করেছে।
দেখা যাচ্ছে টেবিল টেনিস ও বিলিয়ার্ডের মতো ইনডোর গেম খেলতেই ব্যস্ত বাবর আজমরা। এমন কী ব্রিফিংয়ের সময়ও সামাজিক দূরত্ব মেনে বসেছেন দলের ক্রিকেটাররা। ১৪ দিন এভাবেই থাকতে হবে তাদের। এরপর মাঠে নামার আগে ফের হবে করোনা পরীক্ষা। ১৩ জুলাই পাকিস্তানি খেলোয়াড়রা ডার্বিশায়ারে যাবে। এরপর অনুশীলন হবে সেখানেই।
এএন/০১