এবারের আইপিএল আমিরাত না শ্রীলঙ্কায়

খেলা ডেস্ক


জুলাই ০২, ২০২০
১০:২০ অপরাহ্ন


আপডেট : জুলাই ০২, ২০২০
১০:২১ অপরাহ্ন



এবারের আইপিএল আমিরাত না শ্রীলঙ্কায়

এবারের আইপিএল হতে পারে সংযুক্ত আরব আমিরাতে বা শ্রীলঙ্কার মাটিতে। এক বোর্ড কর্তা এমনটাই জানিয়েছেন এক সাক্ষাৎকারে। আইপিএল হবে কি হবে না, তা এখনও চূড়ান্ত হয়নি। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও নিতে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি সিদ্ধান্ত এখনও নিতে না পারায় বোর্ডও আইপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না।

এর মধ্যেই বোর্ডের এক কর্তা বলেছেন, দেশে আইপিএল হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় আইপিএল নিয়ে যেতে পারে বোর্ড। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তবে দেশের বাইরে আইপিএল হলে আমিরাত বা শ্রীলঙ্কা এই দুই দেশের একটিতে হবে এমনটি নিশ্চিত করেছেন ওই বোর্ড কর্তা।

কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় দেশেই একটা বা দুটো ভেন্যুতে টুর্নামেন্ট করা কঠিন। সেই কারণেই বিদেশে আইপিএল চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রাথমিক ভাবে ২৯ মার্চ থেকে আইপিএল হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জেরে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়।

বোর্ডের কর্তারা ও ফ্র্যাঞ্চাইজি মালিকরা আইপিএল আয়োজনে আগ্রহী। কিন্তু সমস্যা দেখা গিয়েছে সময় নিয়ে। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয় তবে সেই সময় আইপিএল করতে চান বোর্ডকর্তারা। তবে দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন যেভাবে বাড়ছে, তাতে আইপিএল করা নিয়ে সংশয় বাড়ছে। সে কারণেই দেশের বাইরে আইপিএল করার চিন্তা-ভাবনা চলছে।

এএন/০৯