পেসার হারিস রউফের অন্যরকম হ্যাটট্রিক

খেলা ডেস্ক


জুলাই ০৪, ২০২০
০৪:৫১ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৪, ২০২০
০৪:৫১ অপরাহ্ন



পেসার হারিস রউফের অন্যরকম হ্যাটট্রিক

পাকিস্তানের ডানহাতি পেসার হারিস রউফ মাঠের বাইরে এবার অন্যরকম হ্যাটট্রিক করলেন। টানা তৃতীয় দফা করেনাভাইরাস পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন এই পেসার।

ক্রিকেট পাকিস্তান গণমাধ্যমকে জানিয়েছে, তৃতীয় দফায় তরুণ ব্যাটসম্যান হায়দার আলী ও পেসার ইমরান খানের রিপোর্ট নেগেটিভ এলেও করোনা মুক্ত হতে পারেননি হারিস রউফ। টানা তিনবারই করোনা পজিটিভ হয়েছেন হারিস। যে কারণে আরও কিছুদিন আইসোলেশনে থাকতে হবে তাকে। বাঁহাতি স্পিনার কাশিফ ভাট্টির পরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি।

জানা গেছে, আজ শনিবার লাহোরে হায়দার ও ইমরানের সঙ্গে ফের পরীক্ষা করা হবে কাশিফের। যদিও আগের পরীক্ষায় নেগেটিভ এসেছিল তার। পরীক্ষায় ফের নেগেটিভ আসলে এই তিন ক্রিকেটারকে ইংল্যান্ডে পাঠাবে পিসিবি।

ইতিমধ্যে তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২০ সদস্যের পাকিস্তান দল ইংল্যান্ডে পৌঁছেছে। উস্টারশায়ারে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার মধ্যেই তারা অনুশীলন করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ আগস্ট ম্যানচেস্টারে শুরু হবে পাকিস্তানের টেস্ট মিশন।

এএন/০৫