স্বামীর বোলিং স্ত্রীর কিপিংয়ে দল চ্যাম্পিয়ন

খেলা ডেস্ক


জুলাই ০৫, ২০২০
০৫:০০ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৫, ২০২০
০৫:২৪ পূর্বাহ্ন



স্বামীর বোলিং স্ত্রীর কিপিংয়ে দল চ্যাম্পিয়ন

বৈচিত্রময় খেলা ক্রিকেটে এবার বিরল ঘটনার জন্ম দিয়েছেন এক দম্পতি। একই ম্যাচে স্বামী বোলিং আর স্ত্রীকিপিং করেছেন। ইউরোপিয়ান ক্রিকেট সিরিজ (ইসিএস) টি-টেন লিগে ঘটে এ ঘটনা। স্বামী ফিন সদরাঙ্গানির বোলিংয়ের সময় উইকেটের পেছনে কিপিং করেন স্ত্রী শরন্য সদরাঙ্গানি।
প্রথম নারী ক্রিকেটার হিসেবে শরন্য খেলে ইসিএস টি-টেন লিগে  ইতিহাস গড়েছেন। এই দম্পতি খেলেন কেএসভি ক্রিকেট দলে। ফিন হলেন অফস্পিনার আর শরন্য উইকেটকিপার ব্যাটসম্যান। তাঁদের একই দলে খেলা ও বোলিং-কিপিংয়ের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শুক্রবার কুমারফিল্ড লেগের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। যার মধ্যে ২টিই ছিল কেএসভির। ফাইনাল ম্যাচে ১৭ রানের জয়ে চ্যাম্পিয়ন হয়ে স্বামী-স্ত্রীর দল। তবে শরন্য কিপিং করেছেন সেমিফাইনাল ম্যাচে। এ ম্যাচে এক ওভার বোলিং করে ১৬ রান খরচ করেন তার স্বামী ফিন। এর আগে এসসি ইউরোপা ক্রিকেট দলের বিপক্ষেও ফিনের বোলিংয়ে উইকেটের পিছনে ছিলেন শরন্য। সেই ম্যাচে ২ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট নেন ফিন।
এএন/০৩