বিসিবির নির্দেশনা মানেননি মুশফিক

খেলা ডেস্ক


জুলাই ০৭, ২০২০
০৭:২৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৭, ২০২০
০৭:২৭ অপরাহ্ন



বিসিবির নির্দেশনা মানেননি মুশফিক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির নির্দেশনা না মেনে মাঠে অনুশীলনে নামার অভিযোগ ওঠেছে তারকা ক্রিকেটার মুশফিকুর রহীমের বিরুদ্ধে। মহামারির সময়ে বিসিবি বলে দিয়েছে ক্রিকেটাররা যেন ঘরের বাইরে না যান। এবং তারা যেন শারিরীক ও মানসিকভাবে ফিট থাকেন সেই লক্ষ্যে বিসিবির মেডিকেল বিভাগ থেকে ফিটনেসের হরেক রকমের মডিউলও সরবরাহ করা হচ্ছে। এমনকি জিমনেশিয়ামের সরঞ্জামাদিও বিনামূল্যে বাসায় নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া আছে। কিন্তু দিনের পর দিন ঘরে বসে থাকাটা মুশফিকুর রহিমের ভাল লাগেনি। তাই রাজধানীর বেরাইদে ফোর্টিস গ্রুপের মাঠে অনুশীলন শুরু করে দিয়েল তিনি।

বিষয়টি অনেকটা বিসিবির সতর্কতা উপেক্ষা করার মতই। যেহেতু তারা স্পষ্টত বলে দিয়েছেন এই সময়টিতে বাসায় থাকতে হবে। আর যদি কেউ অনুশীলন করতে চায় সেটা স্বাস্থবিধি মেনে হোম অব ক্রিকেটের ভেন্যুতেই করতে হবে। কিন্তু মুশফিক তা শুনলেন না! অনুশীলনের খবর শুনে বিসিবি সাফ জানিয়েছে জাতীয় দলের কোন ক্রিকেটার যদি ব্যক্তিগত কোন প্রতিষ্ঠানের মাঠে অনুশীলন করেন এতে তাদের কিছু করার নেই। কিন্তু কিছু হয়ে গেলে এর দায়দায়িত্ব বিসিবি নিবে না। পুরোটাই ওই ক্রিকেটারকে নিতে হবে।

এএন/০৭